ক্রীড়া ডেস্ক
ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় ২ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কানদের ধাক্কা দেন ইবাদত হোসেন। এরপর দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশের চেয়ে সফরকারীরা পিছিয়ে ১৮৯ রানে।
দিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে বোল্ড করেন ইবাদত। আগের দিনের নাইটওয়াচম্যান রাজিথা এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এসে করুণারত্নের সঙ্গে দেখেশুনেই এগোতে থাকেন। কিন্তু দলীয় ১৬৪ রানে সাকিব আল হাসানের বলে স্টাম্প উপড়ে যায় লঙ্কান অধিনায়কের। আগের একাধিকবার জীবন পাওয়া করুণারত্নে ফিরেছেন ৮০ রান করে।
এর আগে গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সেই সেশনের বাকি অংশে ৮৩ রান করেন দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আরও ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচআউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার। ওশাদার পর আজ ইনিংস বড় করতে পারেননি করুণারত্নেও। ফিরেছেন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে।
খেলা সম্পর্কিত পড়ুন:
ঢাকা টেস্টের তৃতীয় দিনে প্রথম ঘণ্টায় ২ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কানদের ধাক্কা দেন ইবাদত হোসেন। এরপর দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশের চেয়ে সফরকারীরা পিছিয়ে ১৮৯ রানে।
দিনের প্রথম ওভারে দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে বোল্ড করেন ইবাদত। আগের দিনের নাইটওয়াচম্যান রাজিথা এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এসে করুণারত্নের সঙ্গে দেখেশুনেই এগোতে থাকেন। কিন্তু দলীয় ১৬৪ রানে সাকিব আল হাসানের বলে স্টাম্প উপড়ে যায় লঙ্কান অধিনায়কের। আগের একাধিকবার জীবন পাওয়া করুণারত্নে ফিরেছেন ৮০ রান করে।
এর আগে গতকাল মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ ৩৬৫ রানে অলআউট হলে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বিনা উইকেটে সেই সেশনের বাকি অংশে ৮৩ রান করেন দুই লঙ্কান ওপেনার করুনারত্নে-ওশাদা। চা-বিরতির পর আরও ১২ রান যোগ করে ৯৫ রানে দুজনের জুটি ভাঙে। ৫৭ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন ওশাদা। বিরতির আগে সাকিবকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন ওশাদা। অবশ্য সাকিবের আগের ওভারে ক্যাচআউট থেকে বেঁচে যান এই ওপেনার। জোরের ওপর মারা বলটায় হাত ছোঁয়ালেও তালুবন্দী করতে পারেননি সাকিব। তখন ওসাদার রান ৪৩।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
এর আগে তাইজুলের বলে বাংলাদেশের রিভিউতে 'আম্পায়ার্স কলে' বেঁচে যান ওশাদা। তাইজুলের বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার সময় আঘাত হানে ওশাদার প্যাডে। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁক নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ভালোভাবেই অফ স্টাম্প ছুঁয়ে যেত বলটা। তখন ওশাদার রান ৩৯। শেষ পর্যন্ত অবশ্য ইনিংসটা বেশি বড় করতে পারেননি লঙ্কান ওপেনার। ওশাদার পর আজ ইনিংস বড় করতে পারেননি করুণারত্নেও। ফিরেছেন সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে।
খেলা সম্পর্কিত পড়ুন:
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৪০ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে