ক্রীড়া ডেস্ক
আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারার আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয় ইংল্যান্ড পেসারের বিরুদ্ধে।
লন্সেস্টনে গত ১১ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচের আগে উইকেটে রানআপের অনুশীলন করতে এসেছিলেন কারান। নিয়ম অনুযায়ী, চতুর্থ আম্পায়ার তাঁকে পিচে রানআপ করতে মানা করেন। কিন্তু উইকেট থেকে সরে না গিয়ে উল্টো আম্পায়ারকে সরে যেতে বলেন সিডনি সিক্সার্সের পেসার।
সেই কারণে এই বড় শাস্তি পাচ্ছেন কারান। নিয়ম অনুযায়ী, এমনটা বলা আম্পায়ারকে ভয় দেখানোর সামিল। তাই ২৮ বছর বয়সী তারকাকে শাস্তি পেতে হচ্ছে। তবে এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল সিক্সার্স।
বিবিএলের নিয়ম অনুযায়ী, শুধু দলের অধিনায়ক ও কোচের খেলা শুরুর আগে পিচে হাঁটা ও দেখার অনুমতি আছে। স্পাইক বা কাঁটাযুক্ত জুতা পরেও ম্যাচের আগে পিচে হাঁটার নিয়ম নেই। কিন্তু কারানের এই ঘটনায় অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্ট কমিশনার আদ্রিয়ান অ্যান্ডারসন জানান, কারান ‘রান আপ অনুশীলন করার চেষ্টার করছিলেন এবং আম্পায়ারের দিকে সোজা দৌড়ে যান।’
তবে কারানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক ও সিক্সার্সের প্রধান র্যাচেল হেইন্স। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কারান ম্যাচ রেফারির সঙ্গে এমন আচরণ করেননি।
২০২১ সালের পর থেকে টম কারানকে ইংল্যান্ড দলে দেখা যায়নি। এই নিষেধাজ্ঞায় পড়ায় তিনি শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে পারবেন না। ৩ জানুয়ারি দেখা যাবে না ব্রিসবেন হিটের বিপক্ষেও।
আম্পায়ারকে ‘ভয় দেখানোয়’ বিগ ব্যাশ লিগে ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টম কারান। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ২.১৭ ধারার আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয় ইংল্যান্ড পেসারের বিরুদ্ধে।
লন্সেস্টনে গত ১১ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের বিপক্ষে ম্যাচের আগে উইকেটে রানআপের অনুশীলন করতে এসেছিলেন কারান। নিয়ম অনুযায়ী, চতুর্থ আম্পায়ার তাঁকে পিচে রানআপ করতে মানা করেন। কিন্তু উইকেট থেকে সরে না গিয়ে উল্টো আম্পায়ারকে সরে যেতে বলেন সিডনি সিক্সার্সের পেসার।
সেই কারণে এই বড় শাস্তি পাচ্ছেন কারান। নিয়ম অনুযায়ী, এমনটা বলা আম্পায়ারকে ভয় দেখানোর সামিল। তাই ২৮ বছর বয়সী তারকাকে শাস্তি পেতে হচ্ছে। তবে এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল সিক্সার্স।
বিবিএলের নিয়ম অনুযায়ী, শুধু দলের অধিনায়ক ও কোচের খেলা শুরুর আগে পিচে হাঁটা ও দেখার অনুমতি আছে। স্পাইক বা কাঁটাযুক্ত জুতা পরেও ম্যাচের আগে পিচে হাঁটার নিয়ম নেই। কিন্তু কারানের এই ঘটনায় অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্ট কমিশনার আদ্রিয়ান অ্যান্ডারসন জানান, কারান ‘রান আপ অনুশীলন করার চেষ্টার করছিলেন এবং আম্পায়ারের দিকে সোজা দৌড়ে যান।’
তবে কারানের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক ও সিক্সার্সের প্রধান র্যাচেল হেইন্স। তিনি জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কারান ম্যাচ রেফারির সঙ্গে এমন আচরণ করেননি।
২০২১ সালের পর থেকে টম কারানকে ইংল্যান্ড দলে দেখা যায়নি। এই নিষেধাজ্ঞায় পড়ায় তিনি শুক্রবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে পারবেন না। ৩ জানুয়ারি দেখা যাবে না ব্রিসবেন হিটের বিপক্ষেও।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৫ ঘণ্টা আগে