ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়েই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট তাই হয়ে যায় আনুষ্ঠানিকতার ম্যাচ। আনুষ্ঠানিকতার ম্যাচ ড্র হওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত জেতে ২-১ ব্যবধানে। ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
বিনা উইকেটে ৩ রানে দ্বিতীয় ইনিংসের খেলা আজ পঞ্চম দিনে শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে আজ শেষের দিনে খেলতে নেয়ার সময়ও ৮৮ রানে পিছিয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ওপেনিং করেছিলেন ট্রাভিস হেড ও ম্যাথ্যু কুহনেমান। পঞ্চম দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে উইকেট হারায় অজিরা। ১১ তম ওভারের চতুর্থ বলে কুহনেমানকে এলবিডব্লু করেন অশ্বিন। ৩৫ বলে ৬ রান করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৬ রান।
কুহনেমানের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে লাবুশেন আর হেড প্রতিরোধ গড়েন। ২৯২ বলে ১৩৯ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার। সফরকারীদের দ্বিতীয় উইকেট জুটির প্রতিরোধ গুড়িয়ে দেন অক্ষর প্যাটেল। হেডকে বোল্ড করে টেস্টে উইকেটের ফিফটি পূর্ণ করেন প্যাটেল। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে আউট হন হেড। অজিদের এই ওপেনার আউট হওয়ার পর খেলা হয়েছে ১৯ ওভার। ৭৮.১ ওভারে অস্ট্রেলিয়া যখন ২ উইকেটে ১৭৫ রান করে, তখন ড্র মেনে নেয় দুই দল।
ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। ৩৯ মাস পর টেস্টে সেঞ্চুরি পেয়ে ১৮৪ রান করেন কোহলি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮০ রানে অলআউট হয় সফরকারীরা। খাজা করেছিলেন ১৮০ রান। এরপর শুভমান গিল ও বিরাট কোহলির ভারত তাদের প্রথম ইনিংসে ৫৭১ রানে অলআউট হয়ে যায়।
সিরিজসেরা হয়েছেন অশ্বিন। এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন তিনি। দুইবার এক ইনিংসে পাচ উইকেট নিয়েছেন ভারতীয় এই স্পিনার।
ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়েই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়। আহমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট তাই হয়ে যায় আনুষ্ঠানিকতার ম্যাচ। আনুষ্ঠানিকতার ম্যাচ ড্র হওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারত জেতে ২-১ ব্যবধানে। ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
বিনা উইকেটে ৩ রানে দ্বিতীয় ইনিংসের খেলা আজ পঞ্চম দিনে শুরু করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে আজ শেষের দিনে খেলতে নেয়ার সময়ও ৮৮ রানে পিছিয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ওপেনিং করেছিলেন ট্রাভিস হেড ও ম্যাথ্যু কুহনেমান। পঞ্চম দিনের খেলা শুরুর অল্প সময়ের মধ্যে উইকেট হারায় অজিরা। ১১ তম ওভারের চতুর্থ বলে কুহনেমানকে এলবিডব্লু করেন অশ্বিন। ৩৫ বলে ৬ রান করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৬ রান।
কুহনেমানের পর উইকেটে আসেন মারনাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে লাবুশেন আর হেড প্রতিরোধ গড়েন। ২৯২ বলে ১৩৯ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার এই দুই ব্যাটার। সফরকারীদের দ্বিতীয় উইকেট জুটির প্রতিরোধ গুড়িয়ে দেন অক্ষর প্যাটেল। হেডকে বোল্ড করে টেস্টে উইকেটের ফিফটি পূর্ণ করেন প্যাটেল। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থাকতে আউট হন হেড। অজিদের এই ওপেনার আউট হওয়ার পর খেলা হয়েছে ১৯ ওভার। ৭৮.১ ওভারে অস্ট্রেলিয়া যখন ২ উইকেটে ১৭৫ রান করে, তখন ড্র মেনে নেয় দুই দল।
ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। ৩৯ মাস পর টেস্টে সেঞ্চুরি পেয়ে ১৮৪ রান করেন কোহলি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৮০ রানে অলআউট হয় সফরকারীরা। খাজা করেছিলেন ১৮০ রান। এরপর শুভমান গিল ও বিরাট কোহলির ভারত তাদের প্রথম ইনিংসে ৫৭১ রানে অলআউট হয়ে যায়।
সিরিজসেরা হয়েছেন অশ্বিন। এবারের বোর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছেন তিনি। দুইবার এক ইনিংসে পাচ উইকেট নিয়েছেন ভারতীয় এই স্পিনার।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
২৯ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে