ক্রীড়া ডেস্ক
২০২২ ফুটবল বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছেন ‘অ্যাটলাস সিংহরা’। যেখানে ম্যাচ জয়ের পরই ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে ছবি তুলেছেন। এবার আশরাফ হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল আঁকা হয়েছে বার্সেলোনায়।
হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল এঁকেছেন চিলির এক চিত্রশিল্পী দিয়েগো নাদিমিদিকার্তি। মরক্কোর ডিফেন্ডার ও তাঁর মায়ের ছবিটি মূলত দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর। ৬ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছায় মরক্কো। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করেছিলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছিলেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরাম্যানরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন।
হাকিমির ফুটবলার হওয়ার গল্পটা অনেক সংগ্রামের। স্পেনে জন্মগ্রহণ করলেও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি এই ফুটবলার। হাকিমির পরিবার ছিল হতদরিদ্র। অসচ্ছল পরিবারে মা সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন। বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমির এই হাকিমি হয়ে ওঠার গল্পের নায়ক তাঁর মা-বাবা, যেখানে হাকিমি স্পেনের হয়ে না খেলে প্রতিনিধিত্ব করছেন মরক্কোর হয়ে।
মরক্কোর জার্সিতে হাকিমি ৬০ ম্যাচে করেছেন ৮ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও ১ গোলে অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই রাইট ব্যাক।
২০২২ ফুটবল বিশ্বকাপে রূপকথার গল্প লিখেছে মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছেন ‘অ্যাটলাস সিংহরা’। যেখানে ম্যাচ জয়ের পরই ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে ছবি তুলেছেন। এবার আশরাফ হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল আঁকা হয়েছে বার্সেলোনায়।
হাকিমি ও তাঁর মায়ের ম্যুরাল এঁকেছেন চিলির এক চিত্রশিল্পী দিয়েগো নাদিমিদিকার্তি। মরক্কোর ডিফেন্ডার ও তাঁর মায়ের ছবিটি মূলত দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর। ৬ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছায় মরক্কো। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করেছিলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছিলেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরাম্যানরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত ছিলেন।
হাকিমির ফুটবলার হওয়ার গল্পটা অনেক সংগ্রামের। স্পেনে জন্মগ্রহণ করলেও সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি এই ফুটবলার। হাকিমির পরিবার ছিল হতদরিদ্র। অসচ্ছল পরিবারে মা সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন। বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমির এই হাকিমি হয়ে ওঠার গল্পের নায়ক তাঁর মা-বাবা, যেখানে হাকিমি স্পেনের হয়ে না খেলে প্রতিনিধিত্ব করছেন মরক্কোর হয়ে।
মরক্কোর জার্সিতে হাকিমি ৬০ ম্যাচে করেছেন ৮ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ৯ ম্যাচে কোনো গোল করতে না পারলেও ১ গোলে অ্যাসিস্ট করেছেন মরক্কোর এই রাইট ব্যাক।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে