ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আসে আম্পায়ারিং। সাকিব আল হাসানের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। আর এমন বিতর্কিত সিদ্ধান্তে আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করলেন মুশফিকুর রহিম।
গতকাল অ্যাডিলেডে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১১ তম ওভারের পঞ্চম বলের ঘটনা। বলটি শূন্যে ভাসিয়ে দিয়েছিলেন শাদাব খান। বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। ফ্লিক করতে গিয়ে সাকিবের টাইমিং ঠিকঠিক করতে পারেননি। সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনের সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন। টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা সত্ত্বেও বাংলাদেশের অধিনায়ককে মাঠ ছেড়ে চল যেতে হয়। যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। সাকিবের আউট নিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লেখেন, ‘অসাধারণ সিদ্ধান্ত আম্পায়ারের।’ সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।
শুধু মুশফিকই নন, এই বিতর্কিত আউট নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইট করেছিলেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
আম্পায়ার এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নিঃসন্দেহে জঘন্য সিদ্ধান্ত। জাহান্নামে যাও।’
টম মুডি তো চতুর্থ আম্পায়ারের কথা উল্লেখ করেছেন। মুডি বলেন, ‘ভুল সিদ্ধান্ত থেকে বিতর্ক এড়ানোর জন্য চতুর্থ আম্পায়ারের প্রয়োজন হয়।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আসে আম্পায়ারিং। সাকিব আল হাসানের বিপক্ষে আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লুর সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। আর এমন বিতর্কিত সিদ্ধান্তে আম্পায়ারদের নিয়ে কটাক্ষ করলেন মুশফিকুর রহিম।
গতকাল অ্যাডিলেডে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১১ তম ওভারের পঞ্চম বলের ঘটনা। বলটি শূন্যে ভাসিয়ে দিয়েছিলেন শাদাব খান। বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। ফ্লিক করতে গিয়ে সাকিবের টাইমিং ঠিকঠিক করতে পারেননি। সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনের সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন। টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা সত্ত্বেও বাংলাদেশের অধিনায়ককে মাঠ ছেড়ে চল যেতে হয়। যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। সাকিবের আউট নিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লেখেন, ‘অসাধারণ সিদ্ধান্ত আম্পায়ারের।’ সঙ্গে হাসির ইমোজিও জুড়ে দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার।
শুধু মুশফিকই নন, এই বিতর্কিত আউট নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। ম্যাচ চলাকালীন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া টুইট করেছিলেন, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
আম্পায়ার এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নিঃসন্দেহে জঘন্য সিদ্ধান্ত। জাহান্নামে যাও।’
টম মুডি তো চতুর্থ আম্পায়ারের কথা উল্লেখ করেছেন। মুডি বলেন, ‘ভুল সিদ্ধান্ত থেকে বিতর্ক এড়ানোর জন্য চতুর্থ আম্পায়ারের প্রয়োজন হয়।’
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৫ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪ ঘণ্টা আগে