ক্রীড়া ডেস্ক
৫৭ বলে ৯৮ রান, ইনিংসের আরও ৯ বল বাকি। কিন্তু শেষ ৯ বলে স্ট্রাইক পেলেন না সায়েম আইয়ুব! ২ রানের জন্য হলো না টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। সায়েমকে অবশ্য খুব বেশি হতাশ হতে দেখা যায়নি। উল্টো স্ট্রাইকে থাকা ব্যাটারকে পিঠ সাপটে দিলেন বারবার এবং স্কোরে যত বেশি রান জমা করা যায়, মেরে খেলতে বললেন সতীর্থকে। সায়েমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে সৌজন্যে সেঞ্চুরিয়ানে পাকিস্তান পেয়েছিল ৫ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ।
কিন্তু বোলারদের উদারতায় রিজা হেনড্রিকসের ঝোড়ো সেঞ্চুরিতে সায়েমের ইনিংস ছাপিয়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রিজা। হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কারও।
বিপরীতে নিজের সেঞ্চুরি হাতছাড়ার সঙ্গে দলের হারও দেখলেন সায়েম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। আজ জোহানেসবার্গে শেষ টি-টোয়েন্টিতে হারিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো কুড়ি ওভারের সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ তাদের সামনে।
সেঞ্চুরিয়নে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সায়েমের ৫৭ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ৯৭ রান, বাবর আজমের ২০ বলে ৩১, ইরফান খানের ১৬ বলে ৩০ ও আব্বাস আফ্রিদির ৪ বলে ১১ রানের সৌজন্যে ৫ উইকেটে ২০৬ রানের স্কোর গড়ে পাকিস্তান। অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার দাইয়ান গালিম ২৪ রান দিয়ে ২টি ও ওটেনেইল বার্টমান নিয়েছেন ২টি উইকেট।
পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৩ বল বাকি থাকতে। ৬৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে খেললেন ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রিজা। কুইন্টন ডি কককে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ১৭টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তিও গড়লেন এই ওপেনার। ৩৮ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন রাসি ফন ডার ডুসেন। পাকিস্তানের পেসার জাহানদাদ খান ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
৫৭ বলে ৯৮ রান, ইনিংসের আরও ৯ বল বাকি। কিন্তু শেষ ৯ বলে স্ট্রাইক পেলেন না সায়েম আইয়ুব! ২ রানের জন্য হলো না টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। সায়েমকে অবশ্য খুব বেশি হতাশ হতে দেখা যায়নি। উল্টো স্ট্রাইকে থাকা ব্যাটারকে পিঠ সাপটে দিলেন বারবার এবং স্কোরে যত বেশি রান জমা করা যায়, মেরে খেলতে বললেন সতীর্থকে। সায়েমের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে সৌজন্যে সেঞ্চুরিয়ানে পাকিস্তান পেয়েছিল ৫ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ।
কিন্তু বোলারদের উদারতায় রিজা হেনড্রিকসের ঝোড়ো সেঞ্চুরিতে সায়েমের ইনিংস ছাপিয়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। ৬৩ বলে ১১৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রিজা। হাতে তুলেছেন ম্যাচসেরা পুরস্কারও।
বিপরীতে নিজের সেঞ্চুরি হাতছাড়ার সঙ্গে দলের হারও দেখলেন সায়েম। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়ারা। আজ জোহানেসবার্গে শেষ টি-টোয়েন্টিতে হারিয়ে পাকিস্তানকে প্রথমবারের মতো কুড়ি ওভারের সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ তাদের সামনে।
সেঞ্চুরিয়নে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সায়েমের ৫৭ বলে ১১টি চার ও ৫ ছক্কায় ৯৭ রান, বাবর আজমের ২০ বলে ৩১, ইরফান খানের ১৬ বলে ৩০ ও আব্বাস আফ্রিদির ৪ বলে ১১ রানের সৌজন্যে ৫ উইকেটে ২০৬ রানের স্কোর গড়ে পাকিস্তান। অভিষেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসার দাইয়ান গালিম ২৪ রান দিয়ে ২টি ও ওটেনেইল বার্টমান নিয়েছেন ২টি উইকেট।
পাকিস্তানের দেওয়া ২০৭ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৩ বল বাকি থাকতে। ৬৩ বলে ১০ ছক্কা ও ৭ চারে খেললেন ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলেছেন রিজা। কুইন্টন ডি কককে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি ১৭টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের কীর্তিও গড়লেন এই ওপেনার। ৩৮ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৬ রানে অপরাজিত থাকেন রাসি ফন ডার ডুসেন। পাকিস্তানের পেসার জাহানদাদ খান ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। খেলতে পারেননি দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ অধিনায়ক প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন ১ মাসের বেশি সময়ের পর। আর ফেরার ম্যাচেই হাসল শান্তর ব্যাট। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তাঁর দল রাজশাহী। বরিশালের কাছে হেরেছে
১৭ মিনিট আগেতাঁর শেষ টেস্টের প্রথম দিন। মাঠে নেমে কি একটু আবেগপ্রবণ হয়ে পড়লেন টিম সাউদি! হয়েছেন বৈকি! হ্যামিল্টনের সেডেন পার্কে যখন ব্যাটিংয়ে নামলেন, করতালিতে প্রকম্পিত মাঠ। সেটা আরও প্রকম্পিত হলো যখন ৬ বলের ব্যবধানে মারলেন তিন ছক্কা। গ্যালারিতে বল আছড়ে পড়লে এমনিতেই উদ্দীপ্ত হয় গ্যালারি। আর সাউদির ক্ষেত্রে তো ত
২৭ মিনিট আগেব্রিসবেন টেস্টে প্রথম দিন দাপট বৃষ্টির। খেলা হয়েছে শুধু ১৩.২ ওভার। অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি কোনো বিপর্যয় ছাড়াই দিন পার করে দিয়েছেন। খাজা ১৯ ও ম্যাকসুয়েনি ৩ রান থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবেন।
২ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হতাশই করল বাংলাদেশ দল। ৫০ ওভারের সিরিজে ধবলধোলাইয়ের ধাক্কা নিয়ে পরশু থেকে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবেন লিটন দাসরা। তবে দলের ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার আশাবাদী, সেন্ট কিটসের প্রতিশোধ সেন্ট ভিনসেন্টে কুড়ি ওভারের সিরিজে নেবেন তাঁরা।
৩ ঘণ্টা আগে