ক্রীড়া ডেস্ক
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে পাহাড়সম চাপ মাথায় নিয়ে ইতিহাস গড়লেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর দিনভর ব্যাটিং করেছেন এই দুজন। তাঁদের দুজনের অপরাজিত সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ২৫৩ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭।
দিন শেষে লিটন দাস ১৩৫ ও মুশফিকুর রহিম ১৩৫ রানে অপরাজিত আছেন। এই দুজনের ২৫৩ রানের জুটি ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টে ২৭ মাসের সেঞ্চুরি-খরা কাটানো মুশফিক সেঞ্চুরি পেলেন ঢাকা টেস্টেও। ওই টেস্টে লিটন দাসও খেলেছিলেন দারুণ। তবে ১২ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেটা পুষিয়ে নিলেন লিটন। এই দুজনের ব্যাটিংয়ে সকালের বিপর্যয় কাটিয়ে হাসিমুখে দিন শেষ করেছে বাংলাদেশ।
এর আগে সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম ঘণ্টা না পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় সংগ্রহ তখন ২৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নেমে দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। জয়কে অনুসরণ করেন আরেক ওপেনার তামিম ইকবাল। পরের ওভারের চতুর্থ বলে আসিথা ফার্নান্দোর বলে পয়েন্টে প্রাভিন জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম।
তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বিপর্যয় সামাল দেওয়ার আশা জাগিয়ে আউট হয়ে যান অধিনায়ক মুমিনুল হক। আসিথার বলে উইকেটকিপার নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুলের পদাঙ্ক অনুসরণ করেন শান্ত আর সাকিব আল হাসান। দিনের বাকি গল্পটা লিটন-মুশফিকের মহাকাব্যিক জুটির।
দ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৯ মিনিট আগেরাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
১ ঘণ্টা আগেপ্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
৩ ঘণ্টা আগে