নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রখ্যাত ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। কীর্তিমান এই কোচ বহুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।
১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। আট দিন চিকিৎসা শেষে বাসায়ও ফিরেছিলেন তিনি। এরপর ফেসবুকে লেখেন, ‘মুঠো মুঠো ওষুধ, বাড়তি অক্সিজেনের ব্যবস্থা আর নানা বিধিনিষেধ দিয়ে ডাক্তার বাড়ি পাঠিয়েছেন। বিপন্ন ফুসফুস নিয়ে আরও কিছুদিন ঠেলাধাক্কার জীবনযাপনের অনুশীলন করতে হবে। সবাই শুভকামনা রাখবেন।’
কিন্তু কদিন না যেতেই আবারও শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে গত ১৫ সেপ্টেম্বর পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদ চৌধুরীকে। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁকে এবার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
জালাল আহমেদ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর রাখা বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত দুপুর ১২টার দিকে বলেন, ‘শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে (জালাল চৌধুরী) কাল রাত আড়াইটায় ভেন্টিলেশনে নেওয়া হয়। একটু আগে চিকিৎসকেরা তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, ভেন্টিলেশনে যদি উন্নতি হয় এবং শরীর যদি সাড়া দেয়, সে ক্ষেত্রে তাঁরা আগামীকাল একটি পরীক্ষা করাবেন। এরপর বাকিটা বলা যাবে।’
জালাল চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দেশের বাইরে থাকা তাঁর সন্তানেরা সোমবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রখ্যাত ক্রিকেট কোচ ও লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। কীর্তিমান এই কোচ বহুদিন ধরে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।
১ সেপ্টেম্বর শ্বাসকষ্ট নিয়ে প্রথমবার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন জালাল আহমেদ চৌধুরী। আট দিন চিকিৎসা শেষে বাসায়ও ফিরেছিলেন তিনি। এরপর ফেসবুকে লেখেন, ‘মুঠো মুঠো ওষুধ, বাড়তি অক্সিজেনের ব্যবস্থা আর নানা বিধিনিষেধ দিয়ে ডাক্তার বাড়ি পাঠিয়েছেন। বিপন্ন ফুসফুস নিয়ে আরও কিছুদিন ঠেলাধাক্কার জীবনযাপনের অনুশীলন করতে হবে। সবাই শুভকামনা রাখবেন।’
কিন্তু কদিন না যেতেই আবারও শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে গত ১৫ সেপ্টেম্বর পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয় জালাল আহমেদ চৌধুরীকে। সেখানে আইসিইউতে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাঁকে এবার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
জালাল আহমেদ চৌধুরীর চিকিৎসার খোঁজখবর রাখা বিসিবির ম্যাচ রেফারি দেবব্রত দুপুর ১২টার দিকে বলেন, ‘শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে (জালাল চৌধুরী) কাল রাত আড়াইটায় ভেন্টিলেশনে নেওয়া হয়। একটু আগে চিকিৎসকেরা তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, ভেন্টিলেশনে যদি উন্নতি হয় এবং শরীর যদি সাড়া দেয়, সে ক্ষেত্রে তাঁরা আগামীকাল একটি পরীক্ষা করাবেন। এরপর বাকিটা বলা যাবে।’
জালাল চৌধুরীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় দেশের বাইরে থাকা তাঁর সন্তানেরা সোমবার দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে