৫ উইকেট পাওয়ার অনুভূতি বিশেষ কিছু নয় মোস্তাফিজের কাছে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ৪৪
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০০: ০১

এবারের বিপিএলে শুরু থেকেই দারুণ ধারাবাহিক কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের সর্বশেষ ম্যাচে মিনিস্টার ঢাকার কাছে হারলেও আবারও জয়ের ধারায় ফিরেছে কুমিল্লা। মোস্তাফিজুর রহমানের ৫ উইকেট পাওয়ার দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে পেয়েছে ইমরুল কায়েসের দল।

কুমিল্লার জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোস্তাফিজ। বাংলাদেশি বোলারদের মধ্যে অষ্টম বোলার হিসেবে বিপিএলে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরা পুরস্কারও উঠেছে তার হাতে। পুরস্কার নিতে ফিজ অবশ্য বললেন ৫ উইকেট পাওয়ার অনুভূতি বিশেষ কিছু নয় তার কাছে, ‘প্রথম ওভারেও আমি খারাপ বল করিনি। শেষ দুই বলে উইকেট নেওয়ার চেষ্টা করেছি। উইকেট নিতে পারলে আমাদের জন্য ভালো হতো। আমরা শেষ দিকে ভালো বোলিং করেছি। এর আগেও আমি ৫ উইকেট নিয়েছি সবগুলোই একই অনুভূতি।’

ম্যাচে ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় কামরুল ইসলাম রাব্বির সঙ্গে যৌথভাবে এক নম্বরে আছেন মোস্তাফিজ। মোস্তাফিজ অবশ্য রাব্বির চেয়ে এক ম্যাচ কম খেলেছেন। বাঁহাতি এই পেসারের এমন দাপুটে বোলিংয়ের পর ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ইমরুল কায়েস আর লিটন দাশ। তাতেই ৯ বল আর ৯ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিয়েছে মোস্তাফিজ। এই জয়ে ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট টেবিলের একে ওঠে এসেছে কুমিল্লা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত