ক্রীড়া ডেস্ক
‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ’—প্রবাদবাক্যটি স্টুয়ার্ট ম্যাকগিলের ক্ষেত্রে যথার্থ মনে হচ্ছে। কোকেন সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছিল সিডনি পুলিশ।
যদিও এখন জামিনে মুক্ত আছেন ম্যাকগিল। ২০২১ সালের এক তদন্তের ঘটনায় তাঁর বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ সে সময় তিনি অপহরণ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দুই বছর পর জানা গেলে মাদক ব্যবসার সঙ্গেই সাবেক স্পিনার জড়িত।
ওই বছরের ১৪ এপ্রিল সিডনির উপশহর ক্রেমোর্নে ম্যাকগিল অপহৃত হয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। বন্দুকের মুখে তাঁকে ব্রিঞ্জেলি নামে আরেক উপশহরে নেওয়া হয়েছিল। সে সময় তাঁকে হুমকি ও মারধরও করা হয়েছিল। তাঁর অভিযোগে সে সময় চারজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অপহরণের সেই নাটক সাজিয়ে এবার নিজেই গ্রেপ্তার হলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার কোকেন সরবরাহের সঙ্গে জড়িত তিনি।
ড্রাগ সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন ম্যাকগিল। আগামী ২৬ অক্টোবর আদালতে তাঁর হাজিরা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে পুরো ক্যারিয়ার শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা ছিলেন তিনি। প্রতিভার কারণে মনে করা হয়, অন্য কোনো সময়ে তাঁর জন্ম হলে সতীর্থ ওয়ার্নের মতোই কিংবদন্তি হতে পারতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাবেক লেগ স্পিনার। এই সময়ের মধ্যে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সীমিত ওভারের ৬ উইকেটের বিপরীতে ২০৮টি নিয়েছেন দীর্ঘ সংস্করণে।
‘কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল সাপ’—প্রবাদবাক্যটি স্টুয়ার্ট ম্যাকগিলের ক্ষেত্রে যথার্থ মনে হচ্ছে। কোকেন সরবরাহের দায়ে অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার। গত মঙ্গলবার ৫২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে গ্রেপ্তারও করেছিল সিডনি পুলিশ।
যদিও এখন জামিনে মুক্ত আছেন ম্যাকগিল। ২০২১ সালের এক তদন্তের ঘটনায় তাঁর বিরুদ্ধে ড্রাগ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। অথচ সে সময় তিনি অপহরণ হয়েছেন বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু দুই বছর পর জানা গেলে মাদক ব্যবসার সঙ্গেই সাবেক স্পিনার জড়িত।
ওই বছরের ১৪ এপ্রিল সিডনির উপশহর ক্রেমোর্নে ম্যাকগিল অপহৃত হয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। বন্দুকের মুখে তাঁকে ব্রিঞ্জেলি নামে আরেক উপশহরে নেওয়া হয়েছিল। সে সময় তাঁকে হুমকি ও মারধরও করা হয়েছিল। তাঁর অভিযোগে সে সময় চারজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। অপহরণের সেই নাটক সাজিয়ে এবার নিজেই গ্রেপ্তার হলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩২ লাখ টাকার কোকেন সরবরাহের সঙ্গে জড়িত তিনি।
ড্রাগ সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয় অস্বীকার করেছেন ম্যাকগিল। আগামী ২৬ অক্টোবর আদালতে তাঁর হাজিরা রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে পুরো ক্যারিয়ার শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা ছিলেন তিনি। প্রতিভার কারণে মনে করা হয়, অন্য কোনো সময়ে তাঁর জন্ম হলে সতীর্থ ওয়ার্নের মতোই কিংবদন্তি হতে পারতেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন সাবেক লেগ স্পিনার। এই সময়ের মধ্যে ৪৪ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। সীমিত ওভারের ৬ উইকেটের বিপরীতে ২০৮টি নিয়েছেন দীর্ঘ সংস্করণে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৭ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৮ ঘণ্টা আগে