‘নো-বল’ নিয়ে নাসের হুসেইনের যে মন্তব্য ভাইরাল 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ২০: ৩৫
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২১: ০০

গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে  ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।

ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে।   নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’    

নাসের  এরপর টুইট করে  সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’

এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’

শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে  নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত