ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাঁর কথার জবাবটা আসতে সময়ও লাগল না। সুজনের কথার পিঠে পাটকেল ছুড়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটা বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। আফগানিস্তানের কাছে হেরে দুই দলেরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ হারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে যেকোনো এক দল।
সাম্প্রতিক সময়ে একে অপরের কঠিনতম প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির পর থেকেই মাঠের বাইরেও দুই দলের লড়াই মানেই এখন বাড়তি কিছু পাওয়া। এশিয়া কাপেও এর ব্যতিক্রম কিছু ঘটছে না।
শুরুটা করেছিলেন লঙ্কান পেসার দাসুন শানাকা। বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন তিনি। শানাকার কথার জবাবে শ্রীলঙ্কা দলে একজনও বিশ্বমানের বোলার নেই বলে সুজন বলেছিলেন, ‘সে (দাসুন শানাকা) আরও বলছে, আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো। আমি মনে করি না, তাদের আমাদের মতো বিশ্বমানের বোলার আছে, যারা মোস্তাফিজ এবং সাকিবের মতো।’
সুজনের বক্তব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা উত্তাপের আগুনে ঘি ঢেলেছে বলা চলে। তাই জবাবটাও এসেছে দ্রুত। লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইটারে সুজনের কথার পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, ‘মনে হচ্ছে এবারই সময় বোলারদের তাদের ক্লাস দেখিয়ে দেওয়ার। ব্যাটাররাও দেখিয়ে দেবে মাঠে তারা কেমন...!’ লেখার শেষে চোখ টেপার একটা ইমোজিও ব্যবহার করেছেন জয়াবর্ধনে। সুজনের কথায় যে তিনি মজা পেয়েছেন সেটাই যেন বোঝাতে চেয়েছেন এই ইমোজি ব্যবহার করে। হতে পারে সেটা তাচ্ছিল্যও!
শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাঁর কথার জবাবটা আসতে সময়ও লাগল না। সুজনের কথার পিঠে পাটকেল ছুড়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটা বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। আফগানিস্তানের কাছে হেরে দুই দলেরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ হারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে যেকোনো এক দল।
সাম্প্রতিক সময়ে একে অপরের কঠিনতম প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির পর থেকেই মাঠের বাইরেও দুই দলের লড়াই মানেই এখন বাড়তি কিছু পাওয়া। এশিয়া কাপেও এর ব্যতিক্রম কিছু ঘটছে না।
শুরুটা করেছিলেন লঙ্কান পেসার দাসুন শানাকা। বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন তিনি। শানাকার কথার জবাবে শ্রীলঙ্কা দলে একজনও বিশ্বমানের বোলার নেই বলে সুজন বলেছিলেন, ‘সে (দাসুন শানাকা) আরও বলছে, আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো। আমি মনে করি না, তাদের আমাদের মতো বিশ্বমানের বোলার আছে, যারা মোস্তাফিজ এবং সাকিবের মতো।’
সুজনের বক্তব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা উত্তাপের আগুনে ঘি ঢেলেছে বলা চলে। তাই জবাবটাও এসেছে দ্রুত। লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইটারে সুজনের কথার পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, ‘মনে হচ্ছে এবারই সময় বোলারদের তাদের ক্লাস দেখিয়ে দেওয়ার। ব্যাটাররাও দেখিয়ে দেবে মাঠে তারা কেমন...!’ লেখার শেষে চোখ টেপার একটা ইমোজিও ব্যবহার করেছেন জয়াবর্ধনে। সুজনের কথায় যে তিনি মজা পেয়েছেন সেটাই যেন বোঝাতে চেয়েছেন এই ইমোজি ব্যবহার করে। হতে পারে সেটা তাচ্ছিল্যও!
গ্লেন ফিলিপসের ক্যাচটিই কি তবে ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ? এ নিয়ে তর্ক হবে। তবে সেরা কয়েকটি ক্যাচের তালিকা করলে নিঃসন্দেহে সংক্ষিপ্ত তালিকায় থাকবে এটিও। অবিশ্বাস্যভাবে বাতাসে ডানা মেলে দিয়ে বাজপাখির মতন ঝাঁপিয়ে ফিলিপস যেভাবে এক হাতে ওলি পোপের ক্যাচটি নিয়েছেন সেটি বারবার দেখার মতন।
১৩ মিনিট আগেঢাকাকে রিকশার শহর বলাটা মোটেও ভুল হবে না। ইউনেসকোর স্বীকৃতি পাওয়া এই বাহন ঢাকার অলিগলিতে যেমন প্রয়োজনীয়, তেমনি বিদেশিদের কাছে কৌতূহলের বিষয়। একই সঙ্গে রিকশায় চড়াটাও তাঁদের কাছে এক আনন্দময় অভিজ্ঞতা।
১৬ মিনিট আগেইনিংসের প্রথম ওভারে ব্যাটিংয়ে নেমেছেন আজিজুল হাকিম তামিম। আউট হয়েছেন ৪৭তম ওভারে। মাঝের এই সময়ে খেলেছেন ১০৩ রানের একটি ম্যারাথন ইনিংস। তবে শেষের ধসে বাংলাদেশ করতে পারল না ২৫০ রানও।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির আয়োজন পাকিস্তান থাকলেও টুর্নামেন্টটি নিয়ে জটিলতা কাটছেই না। কারণ, ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ড মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় কোথায়, কখন হবে সেটা এখনো বোঝাই যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) দেশটির ক্রিকেটাররাও এখন নিজেদের অধিকারের পক্ষে কথা বলছেন।
২ ঘণ্টা আগে