নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
আজ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের সংগ্রহ ২৬ রান।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো।
দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা।
ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব।
ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।
প্রথম ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
আজ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের সংগ্রহ ২৬ রান।
ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো।
দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা।
ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব।
ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।
প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৪ ঘণ্টা আগে