নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অস্ট্রেলিয়া সফরে তিন সংস্করণের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ৪ দিনের ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি জন্য রাখা হয়েছে আলাদা আলাদা অধিনায়ক ও সহ-অধিনায়ক।
আগামী ১৩ জুলাই দুপুরে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবে এইচপি দল। প্রথমে তারা পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে ৪ দিনের দুটি ম্যাচ। এই সংস্করণে দলের অধিনায়কত্ব করবে জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। তাঁর সহকারী হিসেবে রাখা হয়েছে শাহাদাত হোসেন দিপুকে।
তিন সংস্করণের দলেই রাখা হয়েছে ১৫ ক্রিকেটার। ৪ দিনের ম্যাচ খেলে শুধু লাল বলের দলে থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। এরপর পাকিস্তান শাহিনস, নর্দান টেরিটরি ও এইচপির মধ্যে হবে ওয়ানডে সিরিজ। ১ আগস্ট প্রথম ম্যাচে নর্দান টেরিটরির বিপক্ষে খেলবে এইচপি। ৬ আগস্ট শেষ ম্যাচটি খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।
ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। সহ-অধিনায়ক হিসেবে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। টি-টোয়েন্টি সংস্করণে আকবরকে অধিনায়ক করে সহকারী হিসেবে নির্বাচকেরা রেখেছেন সর্বশেষ যুব বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে। ৯টি দল নিয়ে আগামী ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেমিফাইনাল, ফাইনালের আগপর্যন্ত ২০ ওভারের ৬টি ম্যাচ খেলবে এইচপি।
অস্ট্রেলিয়া সফরে এইচপির চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, এইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-টোয়েন্টি দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
অস্ট্রেলিয়া সফরে তিন সংস্করণের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ৪ দিনের ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি জন্য রাখা হয়েছে আলাদা আলাদা অধিনায়ক ও সহ-অধিনায়ক।
আগামী ১৩ জুলাই দুপুরে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরবে এইচপি দল। প্রথমে তারা পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে ৪ দিনের দুটি ম্যাচ। এই সংস্করণে দলের অধিনায়কত্ব করবে জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। তাঁর সহকারী হিসেবে রাখা হয়েছে শাহাদাত হোসেন দিপুকে।
তিন সংস্করণের দলেই রাখা হয়েছে ১৫ ক্রিকেটার। ৪ দিনের ম্যাচ খেলে শুধু লাল বলের দলে থাকা ক্রিকেটাররা ফিরবেন দেশে। এরপর পাকিস্তান শাহিনস, নর্দান টেরিটরি ও এইচপির মধ্যে হবে ওয়ানডে সিরিজ। ১ আগস্ট প্রথম ম্যাচে নর্দান টেরিটরির বিপক্ষে খেলবে এইচপি। ৬ আগস্ট শেষ ম্যাচটি খেলবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে।
ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। সহ-অধিনায়ক হিসেবে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। টি-টোয়েন্টি সংস্করণে আকবরকে অধিনায়ক করে সহকারী হিসেবে নির্বাচকেরা রেখেছেন সর্বশেষ যুব বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে। ৯টি দল নিয়ে আগামী ৯ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেমিফাইনাল, ফাইনালের আগপর্যন্ত ২০ ওভারের ৬টি ম্যাচ খেলবে এইচপি।
অস্ট্রেলিয়া সফরে এইচপির চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, এইচ মোল্লা, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ওয়ানডে দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
টি-টোয়েন্টি দল: তানজিদ হাসান তামিম, জিসান আলম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, আরিফুল ইসলাম, আকবর আলী, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিপন মন্ডল ও মারুফ মৃধা।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে