ক্রীড়া ডেস্ক
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।
এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি, দক্ষিণ আফ্রিকা ১৫টি, পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।
এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।
এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে