২ কোটি রুপিতে নতুন ঠিকানায় মোস্তাফিজ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০০
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে আজ সাকিব আল হাসান অবিক্রীত থাকলেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। 

এবারের বিপিএলেও মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭২ করে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন মোস্তাফিজ। হায়দরাবাদে মোস্থাফিজের সতীর্থ ডেভিড ওয়ার্নারকেও এবার দলে ভিড়িয়েছে দিল্লি।

আইপিএলে দিল্লির কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং নিলাম থেকে ওয়ার্নারের পাশাপাশি তারা দলে নেয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, ভারতীয় পেসার শার্দুল ঠাকুর, চায়নাম্যান বোলার কুলদিপ যাদবকে। আগের বছরের দল থেকে ধরে রাখে পৃথ্বী শ, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিক নরকিয়াকে। 

প্রথম দিনের নিলামে বিদেশি স্পিনারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র‍্যাঞ্চাইজিগুলো। স্পিনারদের মধ্যে দল পাননি ইমরান তাহির, আদিল রশিদ, মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা। দল পাননি স্টিভেন স্মিথ, সুরেশ রায়ানারাও। এদিন নিলামে ১০ কোটি রুপি ছাড়িয়েছে ৯ ক্রিকেটার। এর মধ্যে ৬ জনই ভারতীয়—ইশান কিষাণকে ১৫.২৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, দীপক চাহারকে ১৪ কোটি রুপিতে চেন্নাই, শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি রুপিতে কলকাতা, শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, হার্ষাল প্যাটেল ১০.৭৫ কোটিতে বেঙ্গালুরু ও প্রসিধ কৃষ্ণা ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত