ক্রীড়া ডেস্ক
বয়স চুরির অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুটি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১১ জানুয়ারি থেকে মুলতান ও করাচিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট। কিন্তু নির্দিষ্ট বয়সসীমার চেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও খেলছে বলে অভিযোগ পাওয়া যায়। অনেকটা বাধ্য হয়েই তাই নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকেই এসব বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানান রমিজ রাজা। এ জন্য কিছু নীতিমালাও ঠিক করে দিয়েছেন তিনি। বেশি বয়সের খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে খেলার অভিযোগের কথা জানিয়েছেন পিসিবির হাইপারফরম্যান্স দলের পরিচালক নাদিম খান। তাঁর দাবি, ‘বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। নতুন করে বয়স যাচাইয়ের জন্য তাই টুর্নামেন্ট দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।’
বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে নাদিম আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।’
বয়স চুরির অভিযোগে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুটি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১১ জানুয়ারি থেকে মুলতান ও করাচিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ের বয়সভিত্তিক দুটি টুর্নামেন্ট। কিন্তু নির্দিষ্ট বয়সসীমার চেয়ে বেশি বয়সী খেলোয়াড়ও খেলছে বলে অভিযোগ পাওয়া যায়। অনেকটা বাধ্য হয়েই তাই নতুন করে বয়স পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকেই এসব বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানান রমিজ রাজা। এ জন্য কিছু নীতিমালাও ঠিক করে দিয়েছেন তিনি। বেশি বয়সের খেলোয়াড়েরা এই টুর্নামেন্টে খেলার অভিযোগের কথা জানিয়েছেন পিসিবির হাইপারফরম্যান্স দলের পরিচালক নাদিম খান। তাঁর দাবি, ‘বাহ্যিকভাবে দেখে নিশ্চিত হওয়া গেছে যে অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে কিছু বেশি বয়সের খেলোয়াড়ও খেলছে। নতুন করে বয়স যাচাইয়ের জন্য তাই টুর্নামেন্ট দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।’
বয়সের ব্যাপারে কড়াকড়ির কথা জানিয়ে নাদিম আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা হিসেবে বেশি বয়সের খেলোয়াড়দের এখানে খেলার অনুমতি দিতে পারে না পিসিবি। কেউ সিস্টেমের ফাঁক গলে অবৈধ সুবিধা নিতে পারবে না। এখানে শুধু যোগ্যরাই খেলবে।’
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে