ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। তবু স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে এই সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পিসিবি। এর পরও করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান বোর্ড।
মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়টি নিয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের একটি জরুরি সভা ডাকে। সভায় আলোচনা হয়েছে কীভাবে দর্শকদের উপস্থিতি বাড়ানো যায়। টি-টোয়েন্টি সিরিজের পর গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না—এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়ে পাকিস্তানের ক্রিকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে অনেকটা। কিন্তু ম্যাচের সময় দর্শক অনুপস্থিতিতে ফাঁকা গ্যালারি ভাবাচ্ছে পিসিবিকে।
ঘরের মাঠে ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সের পরও এমন ফাঁকা গ্যালারি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেছেন, ‘এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা বাড়ির পেছনের কোনো পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক সিরিজ।’
আফ্রিদি জানিয়েছেন, কেন এমন হচ্ছে সেটি আমলে নিয়ে কীভাবে এটির সমাধান করা যায় সেই পথ বের করতে হবে, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন আর দলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও করাচিতে এত কম দর্শক হতাশাজনক। সবাইকে জানতে হবে কেন এমন হচ্ছে। আর কীভাবে এর উন্নতি করা যায় সেটিও ভাবতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। তবু স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে এই সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পিসিবি। এর পরও করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান বোর্ড।
মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়টি নিয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের একটি জরুরি সভা ডাকে। সভায় আলোচনা হয়েছে কীভাবে দর্শকদের উপস্থিতি বাড়ানো যায়। টি-টোয়েন্টি সিরিজের পর গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না—এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়ে পাকিস্তানের ক্রিকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে অনেকটা। কিন্তু ম্যাচের সময় দর্শক অনুপস্থিতিতে ফাঁকা গ্যালারি ভাবাচ্ছে পিসিবিকে।
ঘরের মাঠে ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সের পরও এমন ফাঁকা গ্যালারি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেছেন, ‘এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা বাড়ির পেছনের কোনো পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক সিরিজ।’
আফ্রিদি জানিয়েছেন, কেন এমন হচ্ছে সেটি আমলে নিয়ে কীভাবে এটির সমাধান করা যায় সেই পথ বের করতে হবে, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন আর দলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও করাচিতে এত কম দর্শক হতাশাজনক। সবাইকে জানতে হবে কেন এমন হচ্ছে। আর কীভাবে এর উন্নতি করা যায় সেটিও ভাবতে হবে।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
২৩ মিনিট আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগে