ডি মারিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০৬: ৫৯
আপডেট : ১১ জুলাই ২০২১, ০৭: ১২

কোপা আমেরিকার শুরু থেকেই নিয়মিত একাদশে ছিলেন না আনহেল ডি মারিয়া। ফাইনালের আগেও একাদশে সুযোগ পাবেন কি না সেটি নিয়ে সংশয়। অবশেষে সুযোগ পেয়েই বাজিমাত। বিখ্যাত মারাকানায় ডি মারিয়া ম্যাজিকেই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। 

ম্যাচের শুরু থেকেই বল পজিশনে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তবে আর্জেন্টিনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের ২২ মিনিটে গোল হজম করে তিতে শিষ্যরা। মাঝমাঠ থেকে রদ্রিগো দি পলের ভাসানো বল দারুণ ভাবে রিসিভ করে ঠান্ডা মাথার চিপে বল জালে জড়ান ডি মারিয়া। ২০০৪ কোপা আমেরিকার ফাইনালের পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রথম গোল পেল আলবিসেলেস্তেরা। 

২৯ মিনিটে আবারও গোলের কাছাকাছি পৌঁছে যান ডি মারিয়া। তবে এবার ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের ফাঁদ এড়াতে পারেননি। ৩৪ মিনিটে নেইমারকে বিপজ্জনক জায়গায় ফাউল করে হলুদ কার্ড দেখেন লেয়ান্দ্রো পেরেদেস। তবে ফ্রি কিক থেকে সুবিধা আদায় করতে ব্যর্থ হন নেইমার। শেষ দিকে কর্নার থেকেও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি ব্রাজিল। 

১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামবে আকাশি সাদারা। লিওনেল মেসিদের লক্ষ্য হবে ম্যাচের এই লিড ধরে রাখা। অন্যদিকে ব্রাজিল চাইবে গোল শোধ করে দ্রুত ম্যাচে ফিরতে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত