ক্রীড়া ডেস্ক
পিএসজির সঙ্গে বেশ কিছু বিষয়ে বনিবনা হচ্ছে না বলে লিওনেল মেসি ক্লাব ছাড়বেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে গত পরশুর নিষেধাজ্ঞা তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ায় মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন তারকা।
পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদের বিষয় নিশ্চিত হলেও এখন প্রশ্ন হচ্ছে, মেসি যাবেন কোথায়? নিজেদের ঘরের ছেলেকে ফেরাতে অনেক দিন ধরেই চেষ্টা করছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজসহ দলের খেলোয়াড়েরা তাঁকে আবারও পেতে উদ্গ্রীব। মেসিও ফিরতে চান প্রিয় ক্লাবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। ফলে বার্সায় তাঁর ফেরার বিষয়টা এখনো জটিল রয়েছে।
অন্যদিকে মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন তারকাকে দলের অর্ধেক মালিকানা দিয়েও দলে ভেড়াতে রাজি আছেন ডেভিড বেকহাম—এমনটাও শোনা যাচ্ছে। কিছুদিন আগে পিএসজিতে এসে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গেও দেখা করেছেন সাবেক ইংল্যান্ড কিংবদন্তি। তবে সেটা চুক্তির বিষয়ে কি না, তা জানা যায়নি। অন্য ক্লাবের সঙ্গে মেসির গুঞ্জন যতটা আলোচনায় আসে ঠিক ততটা অবশ্য মিয়ামির ক্ষেত্রে আসে না।
আর সর্বশেষ যে ক্লাবের নাম এসেছে, তা হচ্ছে যে দেশে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। সৌদি আরবের ক্লাব তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে ভেড়াতে চায়। ইতিমধ্যে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছিলেন দলবদল সংবাদে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আল হিলালের বিষয়ে কোনো জবাব না দিলেও মেসির এই সফর নতুন করে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনকেই উসকে দিল। আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে তাঁর। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোর বরাতে গতকাল ফোর্বসও তেমনটিই জানিয়েছে, সৌদির ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন মেসি। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম তাঁর। আবার সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূতও তিনি। এটা যদি সত্যি হয়, তাহলে আবারও দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর। সৌদির আরেক ক্লাব আল-নাসরে এ মৌসুম থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন মেসি। বরাবরই যিনি ক্লাবের নিয়মের বাইরে যান না, এবার সেই তিনি এমন শৃঙ্খলার বেড়া ভাঙলেন। এমন কিছু করার পেছনে হয়তো ক্লাবের কোনো কিছুতে অসন্তুষ্ট তিনি। সে যাই হোক, এ মৌসুমেই যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত।
পিএসজির সঙ্গে বেশ কিছু বিষয়ে বনিবনা হচ্ছে না বলে লিওনেল মেসি ক্লাব ছাড়বেন এটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে গত পরশুর নিষেধাজ্ঞা তাঁর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাঁকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়ায় মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন তারকা।
পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদের বিষয় নিশ্চিত হলেও এখন প্রশ্ন হচ্ছে, মেসি যাবেন কোথায়? নিজেদের ঘরের ছেলেকে ফেরাতে অনেক দিন ধরেই চেষ্টা করছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজসহ দলের খেলোয়াড়েরা তাঁকে আবারও পেতে উদ্গ্রীব। মেসিও ফিরতে চান প্রিয় ক্লাবে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে লা লিগার বেতনকাঠামো। ফলে বার্সায় তাঁর ফেরার বিষয়টা এখনো জটিল রয়েছে।
অন্যদিকে মেসিকে পেতে আগ্রহ দেখিয়েছে মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন তারকাকে দলের অর্ধেক মালিকানা দিয়েও দলে ভেড়াতে রাজি আছেন ডেভিড বেকহাম—এমনটাও শোনা যাচ্ছে। কিছুদিন আগে পিএসজিতে এসে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর সঙ্গেও দেখা করেছেন সাবেক ইংল্যান্ড কিংবদন্তি। তবে সেটা চুক্তির বিষয়ে কি না, তা জানা যায়নি। অন্য ক্লাবের সঙ্গে মেসির গুঞ্জন যতটা আলোচনায় আসে ঠিক ততটা অবশ্য মিয়ামির ক্ষেত্রে আসে না।
আর সর্বশেষ যে ক্লাবের নাম এসেছে, তা হচ্ছে যে দেশে গিয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি। সৌদি আরবের ক্লাব তাঁকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে ভেড়াতে চায়। ইতিমধ্যে বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাবও দিয়েছে সৌদির ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছিলেন দলবদল সংবাদে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আল হিলালের বিষয়ে কোনো জবাব না দিলেও মেসির এই সফর নতুন করে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনকেই উসকে দিল। আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে তাঁর। স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোর বরাতে গতকাল ফোর্বসও তেমনটিই জানিয়েছে, সৌদির ক্লাব আল-হিলালে যোগ দিতে পারেন মেসি। বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কম তাঁর। আবার সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূতও তিনি। এটা যদি সত্যি হয়, তাহলে আবারও দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর। সৌদির আরেক ক্লাব আল-নাসরে এ মৌসুম থেকেই খেলছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো শৃঙ্খলা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন মেসি। বরাবরই যিনি ক্লাবের নিয়মের বাইরে যান না, এবার সেই তিনি এমন শৃঙ্খলার বেড়া ভাঙলেন। এমন কিছু করার পেছনে হয়তো ক্লাবের কোনো কিছুতে অসন্তুষ্ট তিনি। সে যাই হোক, এ মৌসুমেই যে পিএসজি ছাড়ছেন তা নিশ্চিত।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩২ মিনিট আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে