ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এবার জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে নিজেদের মত বদলেছে ক্লাবটি।
৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তার পরের দিনই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি মরুর দেশে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার নিয়ে। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায় পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় তিনি দলের সঙ্গে কোনো ম্যাচ, অনুশীলন-কিছুই করতে পারবেন না। সঙ্গে পাবেন না আর্থিক সুবিধাও। ফরাসি সংবাদমাধ্যমে মেসির সঙ্গে লিওনেল মেসির চুক্তি বাতিলের কথাও জানা গিয়েছিল। যেখানে জুনে শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির পুরোনো চুক্তি। ফ্রান্সের আরেক গণমাধ্যম এবার জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। আরএমসি স্পোর্ট গতকাল জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। মেসি এবং পিএসজির আইনজীবী ক্লাবটির সঙ্গে গোপনে চুক্তিও করে ফেলেছেন।
চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি। তবে মেসির সঙ্গে কত কোটি টাকার চুক্তি হবে, কদিন আগে তা জানিয়েছিল স্পেনের ডায়ারিও স্পোর্ট । স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, মেসিকে মৌসুম প্রতি ২০ মিলিয়ন ইউরোর চুক্তির অফার দিতে রাজি পিএসজি, বাংলাদেশি মুদ্রায় যা ২৯৮ কোটি ৪৪ লাখ টাকা। বার্সেলোনায় যাওয়া ঠেকাতেই পিএসজি এই চেষ্টা করছে বলে জানিয়েছিল স্প্যানিশ এই সংবাদমাধ্যম। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ার পর ক্ষমা চেয়েছিলেন মেসি। গত ৫ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ ক্ষমা চাওয়ার পরই যেন টনক নড়েছে পিএসজি কর্তৃপক্ষের। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার এরপর ফেরেন ক্লাবের অনুশীলনে।
প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) লিওনেল মেসিকে নিয়ে ঘটছে একের পর এক ঘটনা। এবার জানা গেছে, মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে নিজেদের মত বদলেছে ক্লাবটি।
৩০ এপ্রিল লিগ ওয়ানে লরিয়েন্তের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। তার পরের দিনই সৌদি আরবের পর্যটন দূত হিসেবে মেসি মরুর দেশে বেড়াতে গিয়েছিলেন পুরো পরিবার নিয়ে। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ায় পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় তিনি দলের সঙ্গে কোনো ম্যাচ, অনুশীলন-কিছুই করতে পারবেন না। সঙ্গে পাবেন না আর্থিক সুবিধাও। ফরাসি সংবাদমাধ্যমে মেসির সঙ্গে লিওনেল মেসির চুক্তি বাতিলের কথাও জানা গিয়েছিল। যেখানে জুনে শেষ হচ্ছে মেসির সঙ্গে পিএসজির পুরোনো চুক্তি। ফ্রান্সের আরেক গণমাধ্যম এবার জানিয়েছে এক চমকপ্রদ তথ্য। আরএমসি স্পোর্ট গতকাল জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিএসজি। মেসি এবং পিএসজির আইনজীবী ক্লাবটির সঙ্গে গোপনে চুক্তিও করে ফেলেছেন।
চুক্তির অঙ্কটা অবশ্য জানা যায়নি। তবে মেসির সঙ্গে কত কোটি টাকার চুক্তি হবে, কদিন আগে তা জানিয়েছিল স্পেনের ডায়ারিও স্পোর্ট । স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, মেসিকে মৌসুম প্রতি ২০ মিলিয়ন ইউরোর চুক্তির অফার দিতে রাজি পিএসজি, বাংলাদেশি মুদ্রায় যা ২৯৮ কোটি ৪৪ লাখ টাকা। বার্সেলোনায় যাওয়া ঠেকাতেই পিএসজি এই চেষ্টা করছে বলে জানিয়েছিল স্প্যানিশ এই সংবাদমাধ্যম। বিনা অনুমতিতে সৌদিতে যাওয়ার পর ক্ষমা চেয়েছিলেন মেসি। গত ৫ মে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ ক্ষমা চাওয়ার পরই যেন টনক নড়েছে পিএসজি কর্তৃপক্ষের। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার এরপর ফেরেন ক্লাবের অনুশীলনে।
প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৫ ঘণ্টা আগে