ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির একাদশে এখন লিওনেল মেসির দেখা না পাওয়া যেন এখন চেনাপরিচিত দৃশ্য হয়ে গেছে। কখনো তিনি নামছেন বদলি খেলোয়াড় হিসেবে শেষ মুহূর্তে। কখনোবা তিনি খেলছেনই না।
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এত পরিমাণ ভক্ত-সমর্থকের আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলছে। কিন্তু ম্যাচে মেসিকে নামানো হয়নি এক মিনিটও। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’
হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলর। অন্যদিকে এই ম্যাচে মেসি যেমন খেলেননি, তেমনি ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। এমনকি ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো। আয়োজক টেটলার এশিয়া পরে এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হওয়ার পরও টেটলার মেসি বা সুয়ারেজের না খেলার ব্যাপারে কোনো কিছুই জানত না টেটলার।’
ইন্টার মায়ামির একাদশে এখন লিওনেল মেসির দেখা না পাওয়া যেন এখন চেনাপরিচিত দৃশ্য হয়ে গেছে। কখনো তিনি নামছেন বদলি খেলোয়াড় হিসেবে শেষ মুহূর্তে। কখনোবা তিনি খেলছেনই না।
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। এত পরিমাণ ভক্ত-সমর্থকের আসার কারণ যে মেসিকে দেখা, সেটা আর না বললেও চলছে। কিন্তু ম্যাচে মেসিকে নামানো হয়নি এক মিনিটও। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’
হংকং একাদশের বিপক্ষে গতকাল ৪-১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। মায়ামির গোল চারটি করেছেন রবার্ট টেলর, লসন কোনারি সান্ডারল্যান্ড, লিওনার্দো কাম্পানো ও রায়ান সেইলর। অন্যদিকে এই ম্যাচে মেসি যেমন খেলেননি, তেমনি ছিলেন না লুইস সুয়ারেজও। দ্বিতীয়ার্ধ থেকেই টিকিটের টাকা ফেরত পাওয়ার দাবি তোলেন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। এমনকি ম্যাচ শেষে মেসিকে না খেলানোয় ক্ষমা চেয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্তিনো। আয়োজক টেটলার এশিয়া পরে এক বিবৃতিতে বলেছে, ‘সংবাদমাধ্যমে বেশ কিছু সংবাদ প্রকাশ হওয়ার পরও টেটলার মেসি বা সুয়ারেজের না খেলার ব্যাপারে কোনো কিছুই জানত না টেটলার।’
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে