ক্রীড়া ডেস্ক
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
প্রায় এক দশক হতে চলল, অ্যালেক্স ফার্গুসনের শূন্যস্থানটা ভরাট করতে পারলেন না কোনো কোচই। ডেভিড ময়েস, হোসে মরিনহো, লুইস ফন গালরা এলেন আর গেলেন। যোগ্য কোচের অভাবে ফার্গুসনের সাজানো ম্যানচেস্টার ইউনাইটেড যেন এখন বেহুলার সংসার।
২০১৩ সালে ফার্গুসনের পর ওল্ড ট্রাফোর্ডে কোচ বদল হয়েছে সাতবার। আগামী মৌসুমে ডাগআউটে আসবেন অষ্টম কোচ এরিক টেন হাগ। বড় নামের গুণী কোচেরাই যখন সাফল্য আনতে পারলেন না, টেন হাগের জাদুতে অতীতের সোনালি সুদিন ফিরবে কি না, তা নিয়ে সন্দিহান খোদ রেড ডেভিল সমর্থকেরাই!
বর্তমানে আয়াক্সের দায়িত্বে থাকা টেন হাগ দায়িত্ব নেবেন আগামী মৌসুমের শুরুতে। এই মৌসুমের শেষ পর্যন্ত যেহেতু তিনি অন্য আরেক দলের কোচ, তাই প্রকাশ্যে টেন হাগের ম্যানচেস্টার নাম মুখে নেওয়া আপাতত বারণ। এদিকে অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের কোচিংয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে ম্যানইউ। অধৈর্য হয়ে উঠছেন ভক্তরা।
গুঞ্জন আছে, টেন হাগের পরিকল্পনায় থাকছে না ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্তু এর পরও সমর্থকদের শান্ত করতে নতুন কোচের ঢাল হয়েছেন রোনালদো। ম্যানইউ অফিশিয়াল ওয়েবসাইটে সবাইকে ধৈর্য ধরার আহ্বান পর্তুগিজ মহাতারকার। বলেছেন, ‘আমি জানি তিনি (টেন হাগ) আয়াক্সে দারুণ কাজ করেছেন এবং তিনি একজন অভিজ্ঞ কোচ। কিন্তু তাঁকে আমাদের পর্যাপ্ত সময় দিতে হবে।’
সময় পেলে টেন হাগ আবারও অতীতের সুদিন ফিরিয়ে আনতে পারবেন বলেও বিশ্বাস রোনালদোর, ‘টেন হাগ যেভাবে এগোতে চান, সেভাবে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। আর সবাই যদি নিজ নিজ জায়গায় ভালো করে, তাহলে অবশ্যই ম্যানইউ ঘুরে দাঁড়াবে। একজন ভক্ত হিসেবেও নতুন কোচকে ঘিরে আমরা রোমাঞ্চিত। আমাদের এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আগামী মৌসুমে অবশ্যই আমাদের শিরোপা জেতা সম্ভব।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৯ ঘণ্টা আগে