ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা।
নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’
নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’
ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা।
নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’
নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে