মৌসুম শেষে বার্সা ছাড়ছেন বুসকেতস 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৩, ১৬: ৩১
আপডেট : ১০ মে ২০২৩, ১৭: ০২

লম্বা সময় বার্সেলোনায় খেলা ফুটবলারদের ক্লাব ছেড়ে দেওয়া গত কয়েক বছরে চেনা পরিচিত দৃশ্য। ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে বার্সার অভিজ্ঞ খেলোয়াড়দের ভান্ডার। লিওনেল মেসি, জেরার্ড পিকের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সার্জিও বুসকেতস। মৌসুম শেষে কাতালানদের ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার। 

বার্সেলোনা তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বুসকেতসের ক্লাব ছাড়ার কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিওতে আবেগঘন এক বার্তায় বার্সার এই মিডফিল্ডার বলেন, ‘এই জার্সি পরা অনেক গর্বের বিষয় ছিল। তবে সবকিছুর একটা শেষ হওয়া উচিত। এটা সহজ সিদ্ধান্ত ছিল এবং এটাই সেই সময়। যাঁরা আমার এই লম্বা সময়ে পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ। দলের সদস্য এবং ভক্ত সবাইকে ধন্যবাদ।’ 

২০০৭ থেকে বার্সেলোনার সঙ্গে আছেন বুসকেতস। বার্সার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৭১৯ ম্যাচ। ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন এবং ৪৫ গোলে অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুম শেষে বার্সার হয়ে ১৬ বছরের যাত্রা শেষ হয়ে যাচ্ছে। বুসকেতসের আগে গত বছরের নভেম্বরে বার্সার হয়ে দীর্ঘদিনের পথচলা শেষ হয় পিকের। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত কাতালানদের জার্সিতে খেলেছেন তিনি। আর ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছিলেন মেসি। ২০০৩ থেকে ২০২১ পর্যন্ত বার্সায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। 

বুসকেতস এরপর কোন ক্লাবে যাবেন, তা এখনো তিনি জানাননি। তবে ইএসপিএন এ বছরের জানুয়ারিতে জানিয়েছিল যে সৌদি আরবের এক ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তিনি নিজেও মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার আগ্রহ আগে প্রকাশ করেছিলেন। এমএলএসে ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত