সবার ওপরে এখনো আর্জেন্টিনা, বাংলাদেশের অবনতি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৬
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩৪

কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ গত সপ্তাহে নিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে  ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আলবিসেলেস্তেরা। তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।

দুই মাস পর আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে আগের চেয়ে ১২.৪৬ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হারের রাতে  ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের কাছে। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট। 

২৬ থেকে ১৫ নম্বরে রয়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইতালি, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, জার্মানি, মরক্কো ও সুইজারল্যান্ড। যেখানে আর্জেন্টিনাকে হারানোর পর কলম্বিয়ার পয়েন্ট বেড়েছে ১১.৪। কলম্বিয়ার পয়েন্ট এখন ১৭৩৮.৭২। ইতালি ও পর্তুগালের পয়েন্ট বেড়েছে ১২.০২ ও ১০.৭১। দুই ধাপ এগিয়ে জাপান উঠে এসেছে ১৬ নম্বরে। এশিয়ার দলটির পয়েন্ট এখন ১৬৩৯.৬। আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১০.৭৯।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত