মেসিদের দেশে হচ্ছে না কোপা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২১, ১৪: ০৭

ঢাকা: আর্জেন্টিনায় করোনা মহামারি বেড়ে যাওয়ায় কোপা আমেরিকা হওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। অবশেষে সেই শঙ্কাই সত্যি হলো। কোপার আয়োজক থেকে আর্জেন্টিনার নাম বাতিল করে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন (কনমেবল)। তবে কোথায় হবে কোপা সেটি এখনো জানায়নি কনমেবল।

২০২০ সালে কলম্বিয়া ও আর্জেন্টিনার যৌথ আয়োজনে কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। যা কোপার ১০০ বছরের ইতিহাসে প্রথম যৌথ আয়োজন। করোনা বাধায় তা পিছিয়ে এ বছরের ১৩ জুন শুরু হওয়ার কথা ছিল। রাজনৈতিক সহিংসতার কারণে কলম্বিয়ার নাম বাতিল করেছিল কনমেবল। এমন অবস্থায় বাকি ছিল শুধু আর্জেন্টিনা।

দেশটিতে করোনা হু হু করে বাড়তে শুরু করায় গত ১৪ দিনে দেশটিতে করোনা সংক্রমণ ৫৪ শতাংশ বেড়েছে। চলছে কঠোর লকডাউন। বাতিল করা হয়েছে ঘরোয়া ফুটবল লিগও। এমন অবস্থায় কনমেবল আর্জেন্টিনাকে কোপার আয়োজক থেকে বাদ দিতে বাধ্য হয়েছে।

এ অবস্থায় চিলি, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ কোপা আয়োজনের আগ্রহ দেখিয়েছে এমনটা জানিয়েছে কনমেবল, তবে নির্দিষ্ট করে কিছু বলেনি। যেসব দেশ আয়োজক হতে ইচ্ছুক, তাদের প্রস্তাবগুলো তারা ভেবে দেখছে। তবে খুব শিগগিরই সবকিছু জানানোর কথা বলেছে কনমেবল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত