‘মেসির সৌদি সফর পিএসজির গৌরব নষ্ট করেছে’ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১০: ৩৯
আপডেট : ০৮ মে ২০২৩, ১০: ৪৫

মেসির সৌদি আরব সফর নিয়ে আলোচনা চলছেই। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) অনুমতি না নিয়ে যাওয়াতে ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। আর্জেন্টাইন তারকার বার্সেলোনা সতীর্থ থিয়েরি অঁরির মতে, তাতে পিএসজির গৌরব নষ্ট হয়েছে। 

সৌদি আরবের পর্যটনদূত হিসেবে কয়েক দিন আগে মেসি সৌদি সফরে যান পুরো পরিবার নিয়ে। ক্লাব কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মরুর দেশে যাওয়ায় তিনি পেয়েছেন দুই সপ্তাহের নিষেধাজ্ঞা। মেসির পুরোনো ক্লাব সতীর্থ অঁরি মনে করেন, এই ঘটনায় (সৌদি আরব সফর) পিএসজির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। অরি এখানে ১৯৮০-এর দশকের আমেরিকান টেলিভিশন শো ডালাসের প্রসঙ্গ উল্লেখ করেছেন। অ্যামাজন প্রাইমের ডিমানচে সোইর ফুটবল অনুষ্ঠানে ফ্রান্সের বিশ্বজয়ী তারকা বলেন, ‘সম্ভবত সে (মেসি) এখানে থাকতে চায় না। সে যে জায়গায় বেড়াতে গেল, তাতে তাদের গৌরব কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। এ সময় পিএসজিতে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মেসি এখানে ঠিক কাজ করেনি। কোনো অনুশীলন সে মিস করতে পারে না। কেউই অনুশীলন মিস করতে পারে না। এ ঘটনায় আমার ডালাসের কয়েকটা এপিসোডের কথা মনে পড়ল। যেখানে জে আর (এউইং) তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লিফ বার্নসকে ধরার চেষ্টা করত। পিএসজির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এবার তা হয়েছে মেসি।’ 

মেসি অবশ্য এই ঘটনায় ক্ষমা চেয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। ক্লাব কী চায় তা শোনার জন্য অপেক্ষা করছি।’ আর সৌদিতে যাওয়ায় দেশটির ক্লাব আল-হিলালে যাওয়ার গুঞ্জনও তৈরি হয়েছে। ক্লাব থেকে মোটা অঙ্কের প্রস্তাবের কথা জানিয়েছে স্প্যানিশ রেডিওস্টেশন ‘অন্ডা সেরো।’ স্প্যানিশ এই রেডিওস্টেশনের ‘রেডিওস্টেশন নচ প্রোগ্রামে’ জানা গেছে, সৌদিতে যাওয়ার আগে মেসি বার্সেলোনায় এক বছর থাকতে চান। আর গত মাসে সৌদি গ্যাজেট পত্রিকা এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪ হাজার ৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলারকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত