ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
ক্যারিয়ারে যতটুকু অপূর্ণতা ছিল লিওনেল মেসির, সেটাও ঘুচেছে কাতার বিশ্বকাপে। লুসাইলে গত ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। আর্জেন্টিনা জিতেছে ৩৬ বছর পর বিশ্বকাপ। এত বড় যাঁর অর্জন, তাঁর সেই বিশ্বকাপের জার্সির দাম তো একটু বেশি হবেই। শিরোপা জয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই নিলামে তাঁর ৬ জার্সি বিক্রি হয়েছে ৮৫ কোটি টাকা।
কাতার বিশ্বকাপে মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন, যার মধ্যে লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেছিলেন জোড়া গোল। ৭ ম্যাচের মধ্যে মেসির ছয় জার্সি নিলামে তোলা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বের দুই ম্যাচ, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের জার্সি। মেসির পরা এই ছয় জার্সি সোথেবির নিউইয়র্কের সদর দপ্তরে দুই সপ্তাহব্যাপী হওয়া নিলামে প্রদর্শন করা হয়েছিল। নিলাম গতকাল শেষ হলে সোথেবি জানায়, এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় তা ৮৫ কোটি ৩৭ লাখ টাকায়।
সোথেবি জানিয়েছে, নিলাম থেকে পাওয়া দামের একাংশ ইউনিকাস প্রজেক্টে দান করা হবে। এই প্রজেক্ট লিও মেসি ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত সান্ত জোয়া দে দিউ বার্সেলোনার শিশু হাসপাতাল পরিচালনা করে। এই হাসপাতালের কাজ দুরারোগ্য ব্যাধিতে ভোগা শিশুদের সাহায্য করা। সোথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রাহাম ওয়াকটার এক বিবৃতিতে বলেন, ‘এই ঐতিহাসিক জার্সিগুলো শুধুই ক্রীড়াজগতের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের পরিচয়ই যে বহন করে তা নয়। বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ক্যারিয়ার-সমৃদ্ধ ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৯ ঘণ্টা আগে