ক্রীড়া ডেস্ক
সন হিয়ুং-মিনদের দায়িত্ব নিলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সমান। তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
খেলোয়াড় হিসেবে জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপজয়ী ৫৮ বছর বয়সী সাবেক স্ট্রাইকার রাজি হয়েছেন ফুটবলে ‘এশিয়া বাঘ’ নামে খ্যাত দেশটির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করতে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। পরের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
ক্লিন্সমানের অধীনে সন মিনরা প্রথম মাঠে নামবেন ২৪ মার্চ, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে এই জার্মান কোচ বলেছেন, ‘গাস হিডিঙ্ক থেকে পাওলো বেন্তোর মতো কিংবদন্তি কোচদে পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের দায়িত্ব নিতে পেরে আমি উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। কোরিয়ান জাতীয় দলকে আমি জানি, দীর্ঘসময় ধরে তারা উন্নতি ও ফলাফল অর্জনের চেষ্টা করছে। আসন্ন এশিয়া কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’
ক্লিন্সমান খেলোয়াড়ী জীবনে জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭ গোল করেছেন। চার বছরের চুক্তি শেষে দায়িত্ব ছেড়ে দেওয়া বেন্তোর উত্তরসূরী হিসেবে তিনি কোরিয়ার কোচ হলেন তিনি। বেন্তোর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলেছিল দলটি।
টটেনহামের সাবেক স্ট্রাইকার ক্লিন্সমান প্রায় তিন বছর পর কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন। ২০২০ সালে বুন্দেসলিগার দল হার্থা বার্লিনের সঙ্গে তাঁর ১০ মাসের সম্পর্ক শেষ হয়। ক্লিন্সমানের অধীনে ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক দল জার্মানি তৃতীয় হয়েছিল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ২০১৪ বিশ্বকাপে নকআউট পর্বে খেলে।
সন হিয়ুং-মিনদের দায়িত্ব নিলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সমান। তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া।
খেলোয়াড় হিসেবে জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপজয়ী ৫৮ বছর বয়সী সাবেক স্ট্রাইকার রাজি হয়েছেন ফুটবলে ‘এশিয়া বাঘ’ নামে খ্যাত দেশটির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করতে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। পরের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
ক্লিন্সমানের অধীনে সন মিনরা প্রথম মাঠে নামবেন ২৪ মার্চ, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে এই জার্মান কোচ বলেছেন, ‘গাস হিডিঙ্ক থেকে পাওলো বেন্তোর মতো কিংবদন্তি কোচদে পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের দায়িত্ব নিতে পেরে আমি উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। কোরিয়ান জাতীয় দলকে আমি জানি, দীর্ঘসময় ধরে তারা উন্নতি ও ফলাফল অর্জনের চেষ্টা করছে। আসন্ন এশিয়া কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’
ক্লিন্সমান খেলোয়াড়ী জীবনে জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭ গোল করেছেন। চার বছরের চুক্তি শেষে দায়িত্ব ছেড়ে দেওয়া বেন্তোর উত্তরসূরী হিসেবে তিনি কোরিয়ার কোচ হলেন তিনি। বেন্তোর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলেছিল দলটি।
টটেনহামের সাবেক স্ট্রাইকার ক্লিন্সমান প্রায় তিন বছর পর কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন। ২০২০ সালে বুন্দেসলিগার দল হার্থা বার্লিনের সঙ্গে তাঁর ১০ মাসের সম্পর্ক শেষ হয়। ক্লিন্সমানের অধীনে ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক দল জার্মানি তৃতীয় হয়েছিল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ২০১৪ বিশ্বকাপে নকআউট পর্বে খেলে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৯ ঘণ্টা আগে