সনদের দায়িত্ব নিলেন ক্লিন্সমান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২৬

সন হিয়ুং-মিনদের দায়িত্ব নিলেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সমান। তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া। 

খেলোয়াড় হিসেবে জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপজয়ী ৫৮ বছর বয়সী সাবেক স্ট্রাইকার রাজি হয়েছেন ফুটবলে ‘এশিয়া বাঘ’ নামে খ্যাত দেশটির সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করতে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। পরের বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। 

ক্লিন্সমানের অধীনে সন মিনরা প্রথম মাঠে নামবেন ২৪ মার্চ, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে এই জার্মান কোচ বলেছেন, ‘গাস হিডিঙ্ক থেকে পাওলো বেন্তোর মতো কিংবদন্তি কোচদে পদাঙ্ক অনুসরণ করে দক্ষিণ কোরিয়া জাতীয় দলের দায়িত্ব নিতে পেরে আমি উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। কোরিয়ান জাতীয় দলকে আমি জানি, দীর্ঘসময় ধরে তারা উন্নতি ও ফলাফল অর্জনের চেষ্টা করছে। আসন্ন এশিয়া কাপ ও ২০২৬ বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে আমি সর্বাত্মক চেষ্টা করব।’ 

ক্লিন্সমান খেলোয়াড়ী জীবনে জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭ গোল করেছেন। চার বছরের চুক্তি শেষে দায়িত্ব ছেড়ে দেওয়া বেন্তোর উত্তরসূরী হিসেবে তিনি কোরিয়ার কোচ হলেন তিনি। বেন্তোর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় খেলেছিল দলটি। 

টটেনহামের সাবেক স্ট্রাইকার ক্লিন্সমান প্রায় তিন বছর পর কোনো দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন। ২০২০ সালে বুন্দেসলিগার দল হার্থা বার্লিনের সঙ্গে তাঁর ১০ মাসের সম্পর্ক শেষ হয়। ক্লিন্সমানের অধীনে ২০০৬ বিশ্বকাপে স্বাগতিক দল জার্মানি তৃতীয় হয়েছিল। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র ২০১৪ বিশ্বকাপে নকআউট পর্বে খেলে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত