পিএসজির দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৩, ১০: ৪৫
আপডেট : ০৩ মে ২০২৩, ১০: ৫৭

বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।

এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।

আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।

এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত