ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্লাব ফুটবলে লিওনেল মেসির সময়টা ভালো যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হতশ্রী পারফরম্যান্সের মতোই নিজেও যেন ছায়া হয়ে আছেন। ক্লাবের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন তারকার ভবিষ্যৎ নিয়েও সন্দেহ রয়েছে।
এমন কঠিন সময়ে তাই শান্তির আস্বাদে সৌদি আরবে ভ্রমণে গেছেন মেসি। কিন্তু ভ্রমণে গিয়ে এবার বিপদেই পড়েছেন তিনি। অনুমতি ছাড়া সৌদিতে যাওয়ায় ক্লাব থেকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। এর অর্থ, নিষেধাজ্ঞার সময় সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী দলের সঙ্গে কোনো ম্যাচ কিংবা অনুশীলন করতে পারবেন না। সঙ্গে আর্থিক সুবিধাও পাবেন না।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, গত রোববার লোরিয়াঁর বিপক্ষে মেসিদের ম্যাচ ছিল। সে ম্যাচে নিজেদের মাঠে প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে হেরেছেন তাঁরা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের খেলোয়াড়দের জানিয়েছিলেন, যদি তাঁরা লোরিয়াঁকে হারাতে পারেন, তবে সোম ও মঙ্গলবার অনুশীলন বন্ধ থাকবে। কিন্তু প্রতিপক্ষকে হারাতে না পারায় সোমবার অনুশীলন করা কথা জানান তিনি।
আর এ সময়ই গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোসের কাছে ছুটি চেয়েছিলেন মেসি। কিন্তু তাঁদের কাছে কোনো সবুজ সংকেত না পেয়েও সৌদির পর্যটন খাতের শুভেচ্ছাদূত হওয়ায় চুক্তির প্রতি সম্মান জানাতে সৌদি আরবে যান তিনি। এমন ঘটনার জন্য তিনি যে শাস্তি পেতে পারেন, বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন শোনা গিয়েছিল। অবশেষে তার প্রমাণও পাওয়া গেল।
এমন ঘটনায় এখন পিএসজির সঙ্গে মেসির পুনরায় চুক্তির বিষয়টি আরও জটিল হয়েছে। শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকার সঙ্গে আর নতুন করে চুক্তি করবে না ফরাসি চ্যাম্পিয়নরা। এর মানে, আগামী মাসেই ফ্রি এজেন্ট হচ্ছেন সাবেক বার্সেলোনা তারকা। এখন দেখার বিষয়, প্রিয় ক্লাব বার্সায়, নাকি ইন্টার মিয়ামি ও আল হিলালের মধ্যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করবেন তিনি।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩২ মিনিট আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে