ক্রীড়া ডেস্ক
২০২২ ফুটবল বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকালকেই প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল রেইমস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পিএসজির এই তিন তারকাকে নিয়ে মজা করেছেন রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদ।
পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। প্যারিসিয়ানদের নিশ্চিত জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই গোল করেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
আবদেলহামিদের মতে, মেসি, এমবাপ্পে, নেইমাররা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না। ম্যাচ শেষে রেইমস অদিনায়ক বলেন, ‘তাদের রক্ষণভাগ অতিক্রম করা খুব সহজ ছিল। কারণ সামনের সারির তিনজন (মেসি, এমবাপ্পে, নেইমার) আক্রমণ ঠেকাতে পারে না। আমরা জানতাম যে যদি প্রথম লাইন পেরোতে পারি, তারা সবাই মিলেও আক্রমণ ঠেকাতে পারবে না। আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচে তাই অনেক সুযোগ তৈরি করেছি।’
লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। রয়েছে ঠিকই। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। লাঁসও খেলেছে ২০ ম্যাচ।
২০২২ ফুটবল বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকালকেই প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে গতকাল প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ছিল রেইমস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। পিএসজির এই তিন তারকাকে নিয়ে মজা করেছেন রেইমস অধিনায়ক ইউনিস আবদেলহামিদ।
পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই এগিয়ে যায় পিএসজি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। প্যারিসিয়ানদের নিশ্চিত জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই গোল করেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ গোলে ড্র হয় ম্যাচ।
আবদেলহামিদের মতে, মেসি, এমবাপ্পে, নেইমাররা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পারেন না। ম্যাচ শেষে রেইমস অদিনায়ক বলেন, ‘তাদের রক্ষণভাগ অতিক্রম করা খুব সহজ ছিল। কারণ সামনের সারির তিনজন (মেসি, এমবাপ্পে, নেইমার) আক্রমণ ঠেকাতে পারে না। আমরা জানতাম যে যদি প্রথম লাইন পেরোতে পারি, তারা সবাই মিলেও আক্রমণ ঠেকাতে পারবে না। আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি। ম্যাচে তাই অনেক সুযোগ তৈরি করেছি।’
লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। রয়েছে ঠিকই। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। লাঁসও খেলেছে ২০ ম্যাচ।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
৭ মিনিট আগেপ্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৫ ঘণ্টা আগে