ক্রীড়া ডেস্ক
কলমের এক খোঁচায় রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের হৃদয় ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপের পর থেকে এমবাপ্পের পেছনে ছুটেছেন রিয়াল প্রধান। সান্তিয়াগো বার্নাব্যুতে আসি আসি করেও শেষ মুহূর্তে এমবাপ্পের পিএসজিতে নতুন চুক্তি যেমন রিয়ালের জন্য অপমান তেমনি লা লিগার জন্যও অস্বস্তির কারণ।
পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত অবিশ্বাস্য এক চুক্তি করেছেন এমবাপ্পে। নতুন চুক্তি করায় কেবল সাইনিং মানি হিসেবেই ৩০০ মিলিয়ন ইউরো পাবেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। প্রতি বছর বেতন পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে এমন আকাশ ছোঁয়া পারিশ্রমিক পাওয়ার ঘটনা এটাই প্রথম।
সব মিলিয়ে ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পের পেছনে পিএসজির খরচ হবে ৬০০ মিলিয়ন ইউরো। দলে খেলোয়াড়-কোচ বদলের ক্ষমতাও থাকছে এমবাপ্পের হাতে। আর্মব্যান্ড ছাড়াই তিনিই এখন পিএসজির অলিখিত নেতা!
এমবাপ্পে-পিএসজির এমন চুক্তিকে ফুটবলের জন্য ‘অপমান’ বলে দাবি করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বলেছিলেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরো লোকসান দেওয়ার পর ৬০০ মিলিয়ন বেতন ফুটবলের জন্য অপমান। আল খেলাইফি সুপার লিগের মতোই বিপজ্জনক।’
পিএসজির বেপরোয়া সিদ্ধান্তে আর্থিক বিশৃঙ্খলতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। তাই শুধু কথাতেই থেমে থাকছেন না তেভাস, যাচ্ছেন আইনি ব্যবস্থাতেও। উয়েফাতে পিএসজির বিরুদ্ধে নালিশ জানানোর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে লা লিগার পক্ষ থেকে। গতকাল এক বিবৃতিতে লা লিগার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরোপিয়ান ফুটবলের আর্থিক ভারসাম্য বজায় ও স্থায়িত্ব রক্ষার্থে লা লিগা পিএসজির বিরুদ্ধে উয়েফার, ইউরোপিয়ান ইউনিয়ন ও সংশ্লিষ্টের কাছে নালিশ জানাবে। এ ধরনের চুক্তি ইউরোপিয়ান ফুটবলের কাঠামো নড়বড়ে করে দেবে, হাজার হাজার মানুষের চাকরি আর সততাকে ঝুঁকিতে ফেলে দেবে।’
এমবাপ্পে-পিএসজির চুক্তিকে ফুটবলের কলঙ্ক বলে দাবি করে লা লিগার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘পিএসজির মতো একটা দলের এমন কাণ্ড কলঙ্কজনক। অবিশ্বাস্য পারিশ্রমিক আর বিশাল লোকসানের পরও পিএসজি অসম্ভব এক চুক্তি করেছে। এই চুক্তি উয়েফা ও ফরাসি ফুটবলের আর্থিক কাঠামোর পরিপন্থী।’
কলমের এক খোঁচায় রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের হৃদয় ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপের পর থেকে এমবাপ্পের পেছনে ছুটেছেন রিয়াল প্রধান। সান্তিয়াগো বার্নাব্যুতে আসি আসি করেও শেষ মুহূর্তে এমবাপ্পের পিএসজিতে নতুন চুক্তি যেমন রিয়ালের জন্য অপমান তেমনি লা লিগার জন্যও অস্বস্তির কারণ।
পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত অবিশ্বাস্য এক চুক্তি করেছেন এমবাপ্পে। নতুন চুক্তি করায় কেবল সাইনিং মানি হিসেবেই ৩০০ মিলিয়ন ইউরো পাবেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। প্রতি বছর বেতন পাবেন ১৫০ মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে এমন আকাশ ছোঁয়া পারিশ্রমিক পাওয়ার ঘটনা এটাই প্রথম।
সব মিলিয়ে ২০২৫ সাল পর্যন্ত এমবাপ্পের পেছনে পিএসজির খরচ হবে ৬০০ মিলিয়ন ইউরো। দলে খেলোয়াড়-কোচ বদলের ক্ষমতাও থাকছে এমবাপ্পের হাতে। আর্মব্যান্ড ছাড়াই তিনিই এখন পিএসজির অলিখিত নেতা!
এমবাপ্পে-পিএসজির এমন চুক্তিকে ফুটবলের জন্য ‘অপমান’ বলে দাবি করেছিলেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বলেছিলেন, ‘সাম্প্রতিক মৌসুমে ৭০০ মিলিয়ন ইউরো লোকসান দেওয়ার পর ৬০০ মিলিয়ন বেতন ফুটবলের জন্য অপমান। আল খেলাইফি সুপার লিগের মতোই বিপজ্জনক।’
পিএসজির বেপরোয়া সিদ্ধান্তে আর্থিক বিশৃঙ্খলতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। তাই শুধু কথাতেই থেমে থাকছেন না তেভাস, যাচ্ছেন আইনি ব্যবস্থাতেও। উয়েফাতে পিএসজির বিরুদ্ধে নালিশ জানানোর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে লা লিগার পক্ষ থেকে। গতকাল এক বিবৃতিতে লা লিগার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইউরোপিয়ান ফুটবলের আর্থিক ভারসাম্য বজায় ও স্থায়িত্ব রক্ষার্থে লা লিগা পিএসজির বিরুদ্ধে উয়েফার, ইউরোপিয়ান ইউনিয়ন ও সংশ্লিষ্টের কাছে নালিশ জানাবে। এ ধরনের চুক্তি ইউরোপিয়ান ফুটবলের কাঠামো নড়বড়ে করে দেবে, হাজার হাজার মানুষের চাকরি আর সততাকে ঝুঁকিতে ফেলে দেবে।’
এমবাপ্পে-পিএসজির চুক্তিকে ফুটবলের কলঙ্ক বলে দাবি করে লা লিগার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘পিএসজির মতো একটা দলের এমন কাণ্ড কলঙ্কজনক। অবিশ্বাস্য পারিশ্রমিক আর বিশাল লোকসানের পরও পিএসজি অসম্ভব এক চুক্তি করেছে। এই চুক্তি উয়েফা ও ফরাসি ফুটবলের আর্থিক কাঠামোর পরিপন্থী।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৬ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৭ ঘণ্টা আগে