বার্সার টানা চার, নাকি রিয়ালের প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩, ১৩: ৫৬
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৪: ৫৩

মাত্র এক ম্যাচের পার্থক্য। আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ। কোপা দেল রের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে রিয়ালকে আতিথেয়তা দেবে বার্সা। ড্র করলেই সর্বোচ্চ ৪৩তম বার এই আসরের ফাইনালে উঠবে কাতালান জায়ান্টরা।

তবে ছন্দে ফেরা রিয়ালের বিপক্ষে কাজটি কঠিনই হবে জাভির শিষ্যদের। লা লিগায় করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ভায়োদোলিদকে ৬-০ গোলে উড়িয়ে বার্সাকে সেই বার্তাও দিয়েছে তারা। বার্সার বিপক্ষে সেমির প্রথম লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে ১-০ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। আজ জিতলে প্রতিশোধের সঙ্গে ফাইনালও নিশ্চিত হয়ে যাবে তাদের। রিয়াল কোচও জানালেন, মাথা ঠান্ডা রেখে মাঠে নামবেন তাঁর শিষ্যরা।

গতকাল সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘আমরা পাগলামি করব না। আপনি পাঁচ মিনিটের মধ্যেও গোল করতে পারেন। আবার পরে ২ গোলও হজম করতে পারেন। বার্সা আমাদের গত তিন ম্যাচে হারিয়েছে। আমি চিন্তা করছি, এবার জয়ের পালা আমাদের।’

গত জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের পর আরও দুই ক্লাসিকো জিতেছে বার্সা। এবার জিতলে সংখ্যাটা হবে চার। গত অক্টোবরে বার্নাব্যুতে মৌসুমের প্রথম সাক্ষাতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হার। ৩৩ দিনের মধ্যে তিন ক্লাসিকোর আরেকটি জয়কে পাখির চোখ করেছেন জাভি। গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেছেন,  ‘তারা (রিয়াল) প্রতিশোধ নিতে আসবে এবং আমরা দেখিয়ে দেব, তাদের হারিয়ে দিতে পারি।’

২০১৯ সালের পর প্রথমবার লা লিগা জয়ের স্বপ্ন দেখা বার্সাও আছে দুর্দান্ত ছন্দে। রবার্টা লেভানডফস্কির জোড়া গোলে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কাতালান জায়ান্টরা।

বার্সা কোপা দেল রের সর্বশেষ ফাইনাল খেলেছে ২০২১ সালে। আর রিয়াল ২০১৪ সালে। সর্বোচ্চ ৩১ বার এই শিরোপা জিতেছে বার্সা। আর রিয়াল তৃতীয় সর্বোচ্চ ১৯ বার। এল ক্লাসিকো খেলতে ইতিমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছে দুই দল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত