ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ টি। যার সর্বশেষটি আর্জেন্টিনা আজ জিতেছে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানে। তবে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার মনে কিছুটা হলেও যেন ভয় কাজ করছে।
মায়ামির হার্ড রকে ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে ভুলতেই পারছে না। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে। নিরপেক্ষ ভেন্যুতেই যদি এমন হয়, সেখানে ঘরের মাঠে কী যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত-সমর্থকেরা। কারণ ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া। তার ওপর কোপার ফাইনাল হারের ‘প্রতিশোধের’ ব্যাপার তো আছেই।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল তিনটি করেছেন তিন ফুটবলার। সেই তিন গোলদাতার একজন হুলিয়ান আলভারেজ গোল করেছেন ৮৪ মিনিটে। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়েও কথা বলেছেন আলভারেজ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’
আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে আকাশী-নীল জার্সি পরা ভক্ত-সমর্থকদের সমারোহ। ভেন্যু, টুর্নামেন্ট বদলালেও গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসের চিত্রটা একই। সেখানে আজ নিজেদের মাঠ মনুমেন্টালে সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরপ্রাপ্ত দি মারিয়া মাঠে ঢোকা মাত্রই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসা নিয়ে আলভারেজ বলেন, ‘আমরা যা করছি খুবই ভালো। মানুষের সঙ্গে আমাদের যোগাযোগও অনেক ভালো হয়েছে। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আর্জেন্টিনা সবশেষ ম্যাচ হেরেছিল উরুগুয়ের কাছে গত বছর। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচ হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। যার মধ্যে রয়েছে অপরাজিত হয়ে কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকেও হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার আলভারেজ বলেন, ‘সময়টা খুব ভালো যাচ্ছে। ট্রেনিং কমপ্লেক্সে দেখা করা, এক সঙ্গে সময় কাটানো খুবই ভালো লাগছে। গ্রুপটা খুবই ভালো। খুবই একতাবদ্ধ। দিন দিন শক্তিশালী হচ্ছে।’
আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ টি। যার সর্বশেষটি আর্জেন্টিনা আজ জিতেছে মনুমেন্টাল স্টেডিয়ামে চিলির বিপক্ষে ৩-০ ব্যবধানে। তবে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনার মনে কিছুটা হলেও যেন ভয় কাজ করছে।
মায়ামির হার্ড রকে ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড ১৬ তম কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচের প্রায় দুই মাস হয়ে গেলেও আর্জেন্টিনা যে ভুলতেই পারছে না। কারণ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে আর্জেন্টিনার শিরোপা জয় ছাপিয়ে কলম্বিয়ার দর্শকদের বিশৃঙ্খলা বেশি আলোড়ন তুলেছে। নিরপেক্ষ ভেন্যুতেই যদি এমন হয়, সেখানে ঘরের মাঠে কী যেন করে বসেন কলম্বিয়ার ভক্ত-সমর্থকেরা। কারণ ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া। তার ওপর কোপার ফাইনাল হারের ‘প্রতিশোধের’ ব্যাপার তো আছেই।
চিলির বিপক্ষে আর্জেন্টিনার গোল তিনটি করেছেন তিন ফুটবলার। সেই তিন গোলদাতার একজন হুলিয়ান আলভারেজ গোল করেছেন ৮৪ মিনিটে। ম্যাচ শেষে পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া নিয়েও কথা বলেছেন আলভারেজ। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উল্লেখ করেছেন তিনি, ‘আমরা জানি যে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’
আর্জেন্টিনার ম্যাচ মানেই গ্যালারিতে আকাশী-নীল জার্সি পরা ভক্ত-সমর্থকদের সমারোহ। ভেন্যু, টুর্নামেন্ট বদলালেও গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসের চিত্রটা একই। সেখানে আজ নিজেদের মাঠ মনুমেন্টালে সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরপ্রাপ্ত দি মারিয়া মাঠে ঢোকা মাত্রই তাঁকে দাঁড়িয়ে সম্মান জানান দর্শকেরা। ভক্ত-সমর্থকদের এমন ভালোবাসা নিয়ে আলভারেজ বলেন, ‘আমরা যা করছি খুবই ভালো। মানুষের সঙ্গে আমাদের যোগাযোগও অনেক ভালো হয়েছে। আশা করি এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আর্জেন্টিনা সবশেষ ম্যাচ হেরেছিল উরুগুয়ের কাছে গত বছর। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচ হারের পর টানা ১২ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। যার মধ্যে রয়েছে অপরাজিত হয়ে কোপা আমেরিকা জয়। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকেও হারিয়েছে লিওনেল স্কালোনির দল। দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার আলভারেজ বলেন, ‘সময়টা খুব ভালো যাচ্ছে। ট্রেনিং কমপ্লেক্সে দেখা করা, এক সঙ্গে সময় কাটানো খুবই ভালো লাগছে। গ্রুপটা খুবই ভালো। খুবই একতাবদ্ধ। দিন দিন শক্তিশালী হচ্ছে।’
আরও পড়ুন:
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩১ মিনিট আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগে