ক্রীড়া ডেস্ক
পিএসজির যা চাওয়া ছিল, সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ক্রিস্তোফ গালতিয়ের। যার বলি হয়েছেন মৌসুম শেষে। চুক্তির মেয়াদ এক বছর থাকলেও বরখাস্ত হতে হয়েছে তাঁকে।
সেই ধাক্কা সামলে ওঠার আগে নতুন এক দুঃসংবাদ হাজির হয়েছে গালতিয়েরের সামনে। ইতিমধ্যে অবশ্য পুলিশি হাজতে আছেন তিনি। বর্ণবাদের অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগটা অবশ্য পিএসজির দায়িত্বে থাকার সময় নয়, লিগ ওয়ানের আরেক দল নিসের ডাগআউটে দাঁড়ানোর সময়।
শুধু গালতিয়ের নন, তাঁর ছেলে জন ভ্লাহোভিচ গালতিয়েরকেও পুলিশ আটক করেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়েন। ৫৬ বছর বয়সী কোচের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ করেছেন নিসের সাবেক ডিরেক্টর জুলিয়েন ফোর্নিয়ার।
নিসের দায়িত্বে থাকার সময় গালতিয়ের কী ধরনের বর্ণবাদী আচরণ করেছেন তা উঠে এসেছে ফরাসি ফুটবল রিপোর্টার রোমেন মলিনার প্রতিবেদনে। মলিনা দাবি করেছেন তাঁকে গালতিয়ের জানিয়েছেন, দলে অনেক বেশি কালো ও মুসলিম খেলোয়াড় রয়েছে।
মুসলিম খেলোয়াড়দের গালতিয়ের রমজান পালন করা থেকে বিরত থাকতে বলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের আরেক দৈনিক পত্রিকা নিস-মতিন। ধর্মের কারণে খেলোয়াড়দের সম্ভাব্য দলবদলেও ভেটো দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কিছু জানাননি গালতিয়ের। তবে পিএসজির সাবেক কোচ নিসের সাবেক ডিরেক্টর ফোর্নিয়ার অভিযোগে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছে তাঁর আইনজীবী। এক বিবৃতিতে তাঁর আইনজীবী বলেছে, ‘তাঁর বিরুদ্ধে মিস্টার জুলিয়েন ফোর্নিয়ারের অপমানজনক এবং মানহানিকর মন্তব্য জানতে পেরে ক্রিস্তোফ গালতিয়ের বিস্মিত হয়েছেন।’
গালতিয়ের আইনজীবী আরও বলেছেন, ‘তাঁর বিরুদ্ধে অভিযোগের গুরুত্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। বিলম্ব না করে, ক্রিস্তোফ গালতিয়ের তাঁর পক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত আমাকে আইনজীবী নিয়োগ করেছেন।’
পিএসজির যা চাওয়া ছিল, সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ক্রিস্তোফ গালতিয়ের। যার বলি হয়েছেন মৌসুম শেষে। চুক্তির মেয়াদ এক বছর থাকলেও বরখাস্ত হতে হয়েছে তাঁকে।
সেই ধাক্কা সামলে ওঠার আগে নতুন এক দুঃসংবাদ হাজির হয়েছে গালতিয়েরের সামনে। ইতিমধ্যে অবশ্য পুলিশি হাজতে আছেন তিনি। বর্ণবাদের অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগটা অবশ্য পিএসজির দায়িত্বে থাকার সময় নয়, লিগ ওয়ানের আরেক দল নিসের ডাগআউটে দাঁড়ানোর সময়।
শুধু গালতিয়ের নন, তাঁর ছেলে জন ভ্লাহোভিচ গালতিয়েরকেও পুলিশ আটক করেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়েন। ৫৬ বছর বয়সী কোচের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ করেছেন নিসের সাবেক ডিরেক্টর জুলিয়েন ফোর্নিয়ার।
নিসের দায়িত্বে থাকার সময় গালতিয়ের কী ধরনের বর্ণবাদী আচরণ করেছেন তা উঠে এসেছে ফরাসি ফুটবল রিপোর্টার রোমেন মলিনার প্রতিবেদনে। মলিনা দাবি করেছেন তাঁকে গালতিয়ের জানিয়েছেন, দলে অনেক বেশি কালো ও মুসলিম খেলোয়াড় রয়েছে।
মুসলিম খেলোয়াড়দের গালতিয়ের রমজান পালন করা থেকে বিরত থাকতে বলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের আরেক দৈনিক পত্রিকা নিস-মতিন। ধর্মের কারণে খেলোয়াড়দের সম্ভাব্য দলবদলেও ভেটো দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরাসরি কিছু জানাননি গালতিয়ের। তবে পিএসজির সাবেক কোচ নিসের সাবেক ডিরেক্টর ফোর্নিয়ার অভিযোগে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছে তাঁর আইনজীবী। এক বিবৃতিতে তাঁর আইনজীবী বলেছে, ‘তাঁর বিরুদ্ধে মিস্টার জুলিয়েন ফোর্নিয়ারের অপমানজনক এবং মানহানিকর মন্তব্য জানতে পেরে ক্রিস্তোফ গালতিয়ের বিস্মিত হয়েছেন।’
গালতিয়ের আইনজীবী আরও বলেছেন, ‘তাঁর বিরুদ্ধে অভিযোগের গুরুত্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। বিলম্ব না করে, ক্রিস্তোফ গালতিয়ের তাঁর পক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত আমাকে আইনজীবী নিয়োগ করেছেন।’
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৪ ঘণ্টা আগে