দূরন্ত বেনজেমার ৪১ ম্যাচে ৪১ গোল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১১: ২৯
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২: ১৩

ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন করিম বেনজেমা। তাঁর স্তুতিতে শব্দও যেন এখন কম পড়ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই পার্থক্য গড়ে দিয়েছেন বেনজেমা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও তাঁর জোড়া গোলেই আশা বাঁচিয়ে রেখেছে রিয়াল। ম্যাচে ৪-৩ গোলে হারলেও ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে রিয়ালের। 

চ্যাম্পিয়নস লিগ বাদ দিলে লা লিগার শিরোপাও প্রায় নিশ্চিত রিয়ালের। ‘লস ব্লাংকোস’দের এমন দাপুটে যাত্রার পেছনে বড় অবদান বেনজেমার। গোটা মৌসুমে দুর্দান্ত গতিতে ছন্দে ছুটছেন এই ফরাসি তারকা। এ মৌসুমে পরিসংখ্যানও কথা বলছে বেনজেমার পক্ষে। মৌসুমে ৪১ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল। চ্যাম্পিয়নস লিগ বিবেচনায় নিলেও নিজের সেরা মৌসুম পার করছেন বেনজেমা। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত গোল করেছেন ১৪টি। সর্বোচ্চ গোলে ছাড়িয়ে গেছেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কিকেও। সুযোগ আছে এই সংখ্যাকে আরও বাড়িয়ে নেওয়ার। 

সর্বশেষ ম্যানসিটির বিপক্ষেও দলের দুঃসময়ে ত্রাতা হয়েছেন বেনজেমা। প্রথমে দল যখন ২-০ গোলে পিছিয়ে, তখন দারুণ ফিনিশিংয়ে লক্ষ্য ভেদ করে ব্যবধান ২-১ করেন তিনি। এরপর দল যখন ৪-২ গোলে পিছিয়ে, তখন পেনাল্টিতে পানেনকা শটে দলকে লড়াইয়ে ভালোভাবেই টিকিয়ে রাখেন বেনজেমা। 

ম্যাচের পর বেনজেমাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘বরাবরের মতো আবারও করিম অসাধারণ একটি ম্যাচ খেলেছে। পেনাল্টিটা এমন নান্দনিকভাবে নেওয়ার ব্যক্তিত্বটা তার ছিল।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত