ক্রীড়া ডেস্ক
নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৭ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৯ ঘণ্টা আগে