ক্রীড়া ডেস্ক
ফরাসি বাধা টপকে গতকাল প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি জিতেছেন লিওনেল মেসি। ২০২২ এর বর্ষসেরা খেলোয়াড় মেসিকেই সেরা মানছেন কিলিয়ান এমবাপ্পে।
এবারের ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ট্রফি জিতেছেন মেসি। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। দ্বিতীয় হলেও মেসিকে কৃতিত্ব দিতে ভুল করেননি এমবাপ্পে। নিজের ইনস্টাগ্রামে ফরাসি এই ফুটবলার লিখেছেন, ‘আরও একটি ট্রফি। লিও মেসিকে অনেক অনেক অভিনন্দন। আপনিই সেরা।’
প্যারিসে গতকাল ‘ফিফা দ্য বেস্টের’ রাতটিই ছিল ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেন। সেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর সেরা ভক্ত নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার থেকে।
কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে দুজনেই ছিলেন দারুণ ছন্দে। মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন।
ফরাসি বাধা টপকে গতকাল প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফি জিতেছেন লিওনেল মেসি। ২০২২ এর বর্ষসেরা খেলোয়াড় মেসিকেই সেরা মানছেন কিলিয়ান এমবাপ্পে।
এবারের ‘ফিফা দ্য বেস্ট’ ট্রফিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ে মেসির প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। সর্বোচ্চ ৫২ পয়েন্ট পেয়ে ট্রফি জিতেছেন মেসি। এমবাপ্পে ও বেনজেমা পেয়েছেন ৪৪ ও ৩৪ পয়েন্ট। দ্বিতীয় হলেও মেসিকে কৃতিত্ব দিতে ভুল করেননি এমবাপ্পে। নিজের ইনস্টাগ্রামে ফরাসি এই ফুটবলার লিখেছেন, ‘আরও একটি ট্রফি। লিও মেসিকে অনেক অনেক অভিনন্দন। আপনিই সেরা।’
প্যারিসে গতকাল ‘ফিফা দ্য বেস্টের’ রাতটিই ছিল ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। মেসি তো বর্ষসেরা ফুটবলার হয়েছেন। সেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। সেরা গোলরক্ষক হয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। আর সেরা ভক্ত নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার থেকে।
কাতার বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে দুজনেই ছিলেন দারুণ ছন্দে। মেসি ৭ ম্যাচে করেছিলেন ৭ গোল এবং ৩ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার জিতেছিলেন তিনি। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জেতার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর এমবাপ্পে ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। টুর্নামেন্টে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন।
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
১ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে