ক্রীড়া ডেস্ক
ঢাকা: ব্রাজিলের দল ঘোষণার একদিন পরেই কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছে আলবিসেলেস্তেরা। আগের দুই কোপায় তীরে এসে তরী ডুবিয়েছিল আর্জেন্টিনা। এবার তাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার লক্ষ্য থাকবে লিওলেন মেসির।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন জোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, লাওতারো মার্টিনেজ ও অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকোদের কাঁধে। লিওলেন স্কালোনির দলে মাঝমাঠের দায়িত্বে থাকবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেডেস, জিওভান্নি লো চেলসো, আনহেল কোরেয়া, নিকোলাস ডমিনগুয়েজ।
পাওলো দিবালা বাদে সব বড় তারকাই স্কালোনির দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলা হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, হোসে পালোমিনো ও লুকাস ওক্যাম্পোস। করোনা আক্রান্ত হওয়ায় চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি দলে ফিরেছেন। কলম্বিয়ার বিপক্ষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও দলে আছেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো) ও হুয়ান মুসো (উদিনেসে)।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), জার্মান পেৎসেয়া, লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা) ও নাহুয়েল মলিনা (উদিনেসে)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেডেস, আনহেল ডি মারিয়া (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভান্নি লো চেলসো (টটেনহাম),এক্সেকিয়েল পালসিওস (বেয়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগাট), রদ্রিগো ডি পল (উদিনেসে), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস ডমিনগুয়েজ (বোলোনিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন) ও সার্জিও আগুয়েরো (বার্সেলোনা)।
ঢাকা: ব্রাজিলের দল ঘোষণার একদিন পরেই কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের দল দিয়েছে আলবিসেলেস্তেরা। আগের দুই কোপায় তীরে এসে তরী ডুবিয়েছিল আর্জেন্টিনা। এবার তাই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জেতার লক্ষ্য থাকবে লিওলেন মেসির।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকবেন জোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও, লাওতারো মার্টিনেজ ও অভিজ্ঞ সার্জিও আগুয়েরো। রক্ষণ সামলানোর দায়িত্বে থাকবেন নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকোদের কাঁধে। লিওলেন স্কালোনির দলে মাঝমাঠের দায়িত্বে থাকবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেডেস, জিওভান্নি লো চেলসো, আনহেল কোরেয়া, নিকোলাস ডমিনগুয়েজ।
পাওলো দিবালা বাদে সব বড় তারকাই স্কালোনির দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলা হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, হোসে পালোমিনো ও লুকাস ওক্যাম্পোস। করোনা আক্রান্ত হওয়ায় চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে না পারা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি দলে ফিরেছেন। কলম্বিয়ার বিপক্ষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও দলে আছেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), অগাস্টিন মার্চেসিন (পোর্তো) ও হুয়ান মুসো (উদিনেসে)।
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), জার্মান পেৎসেয়া, লুকাস মার্টিনেজ (ফিওরেন্তিনা), নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (আতালান্তা) ও নাহুয়েল মলিনা (উদিনেসে)।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেডেস, আনহেল ডি মারিয়া (পিএসজি), গুইদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), জিওভান্নি লো চেলসো (টটেনহাম),এক্সেকিয়েল পালসিওস (বেয়ার লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেস (স্টুর্টগাট), রদ্রিগো ডি পল (উদিনেসে), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস ডমিনগুয়েজ (বোলোনিয়া)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জোয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন) ও সার্জিও আগুয়েরো (বার্সেলোনা)।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। অনুষ্ঠানের মঞ্চে নায়ক সিয়াম আহমেদ জানালেন, তিনি অভিনেতা হওয়ার আগে একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন; তিনি হতে চেয়েছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার!
১৬ মিনিট আগেপ্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
২ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৩ ঘণ্টা আগে