প্রযুক্তি ডেস্ক
পুরোনো গলিতে আটকে পড়া হলুদ রঙের ট্যাক্সির ছাদের ওপর দিয়ে ভোঁ করে উড়ে গেল আরেকটি হলুদ ট্যাক্সি। কিংবা ধরুন, সল্ট লেক থেকে ট্যাক্সি ধরে উড়ে গেলেন কফি হাউস। না, সৃজিত মুখোপাধ্যায়ের বানানো কোনো সিনেমার কথা বলছি না। বলছি ভারতের উড়ন্ত ট্যাক্সির কথা।
আর মাত্র সাত থেকে আট মাস পরেই ভারতের আকাশে উড়বে ট্যাক্সি—এমনটাই জানিয়েছে দেশটির নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম। আর এর রূপকার ভারতের ‘ইলন মাস্ক’খ্যাত বাঙালি অধ্যাপক সত্য চক্রবর্তী। তিনি ই-প্লেন নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সত্য চক্রবর্তী জানিয়েছেন, ভারতের ব্যস্ত শহরগুলোতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই-২০০ ট্যাক্সির একটি প্রতিরূপ ই-৫০ ইতিমধ্যে ওড়ার পরীক্ষায় পাস করেছে। সত্য চক্রবর্তী জানিয়েছেন, উড়ন্ত এই ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক সম্ভাব্য উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।
এই ট্যাক্সি নির্মাণ বিষয়ে ই-প্লেন নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, উড়ন্ত ট্যাক্সিটি একটি এসইউভির আকারের এবং অবতরণের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। দুই সিটের গাড়িটি চালাবেও মানুষ। একবার ব্যাটারি চার্জেই যাতে একাধিকবার স্বল্প দূরত্ব অতিক্রম করা যায়, সেদিকটাও খেয়াল রাখবে প্রতিষ্ঠানটি। ট্যাক্সিটির ওজন ২০০ কেজি এবং চারটি ডাক্টেড ফ্যান দিয়ে সজ্জিত, যা প্রপেলার হিসেবে কাজ করবে।
ফ্লাইং এই ট্যাক্সিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীর নিরাপত্তায়। সেই অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড মেনে ডিজাইন করা হয়েছে। চরম পরিস্থিতিতে সম্ভাব্য ভুলগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যেমন জরুরি পরিস্থিতিতে যাত্রীর সুরক্ষায় প্যারাসুট ও ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক সত্য চক্রবর্তী। শুধু তা-ই নয়, উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণের জন্য ভার্টিক্যাল রোটর ও অ্যারো ডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া ট্যাক্সির বিভিন্ন উপাদান ও সাব সিস্টেমের পরীক্ষায় দেখা গেছে, ১০০ কোটি বারের মধ্যে মাত্র ১ বার ব্যর্থ হতে পারে সেগুলো। চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সি।
এ তো গেল ট্যাক্সির ধরন-ধারণের কথা। এমন দারুণ যানটিতে চাপতে হলে ভাড়া কেমন হবে? এ-সম্পর্কেও অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন, ওলা কিংবা উবারের দ্বিগুণ ভাড়া হলেও তবে তা থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সমাজের সব স্তরের মানুষ যাতে ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করতে পারে, সেদিকটা বিবেচনায় রেখে ভাড়া ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখা হবে, কার্গো ও দৈনিক আন্তনগর যাতায়াত। তবে বাণিজ্যিকভাবে চালু করার আগে এর ডিজাইন ও প্রোটোটাইপকে বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর সঙ্গে সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮
পুরোনো গলিতে আটকে পড়া হলুদ রঙের ট্যাক্সির ছাদের ওপর দিয়ে ভোঁ করে উড়ে গেল আরেকটি হলুদ ট্যাক্সি। কিংবা ধরুন, সল্ট লেক থেকে ট্যাক্সি ধরে উড়ে গেলেন কফি হাউস। না, সৃজিত মুখোপাধ্যায়ের বানানো কোনো সিনেমার কথা বলছি না। বলছি ভারতের উড়ন্ত ট্যাক্সির কথা।
আর মাত্র সাত থেকে আট মাস পরেই ভারতের আকাশে উড়বে ট্যাক্সি—এমনটাই জানিয়েছে দেশটির নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন গণমাধ্যম। আর এর রূপকার ভারতের ‘ইলন মাস্ক’খ্যাত বাঙালি অধ্যাপক সত্য চক্রবর্তী। তিনি ই-প্লেন নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সত্য চক্রবর্তী জানিয়েছেন, ভারতের ব্যস্ত শহরগুলোতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। ই-২০০ ট্যাক্সির একটি প্রতিরূপ ই-৫০ ইতিমধ্যে ওড়ার পরীক্ষায় পাস করেছে। সত্য চক্রবর্তী জানিয়েছেন, উড়ন্ত এই ট্যাক্সির প্রথম পরীক্ষামূলক সম্ভাব্য উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।
এই ট্যাক্সি নির্মাণ বিষয়ে ই-প্লেন নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, উড়ন্ত ট্যাক্সিটি একটি এসইউভির আকারের এবং অবতরণের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। দুই সিটের গাড়িটি চালাবেও মানুষ। একবার ব্যাটারি চার্জেই যাতে একাধিকবার স্বল্প দূরত্ব অতিক্রম করা যায়, সেদিকটাও খেয়াল রাখবে প্রতিষ্ঠানটি। ট্যাক্সিটির ওজন ২০০ কেজি এবং চারটি ডাক্টেড ফ্যান দিয়ে সজ্জিত, যা প্রপেলার হিসেবে কাজ করবে।
ফ্লাইং এই ট্যাক্সিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যাত্রীর নিরাপত্তায়। সেই অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ড মেনে ডিজাইন করা হয়েছে। চরম পরিস্থিতিতে সম্ভাব্য ভুলগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যেমন জরুরি পরিস্থিতিতে যাত্রীর সুরক্ষায় প্যারাসুট ও ইনফ্ল্যাটেবলের মতো জরুরি ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক সত্য চক্রবর্তী। শুধু তা-ই নয়, উড়ানের সময় স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণের জন্য ভার্টিক্যাল রোটর ও অ্যারো ডাইনামিক ডিজাইন নীতির মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া ট্যাক্সির বিভিন্ন উপাদান ও সাব সিস্টেমের পরীক্ষায় দেখা গেছে, ১০০ কোটি বারের মধ্যে মাত্র ১ বার ব্যর্থ হতে পারে সেগুলো। চরম পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যর্থতা সহ্য করার জন্য তৈরি করা হয়েছে এই ট্যাক্সি।
এ তো গেল ট্যাক্সির ধরন-ধারণের কথা। এমন দারুণ যানটিতে চাপতে হলে ভাড়া কেমন হবে? এ-সম্পর্কেও অধ্যাপক সত্য চক্রবর্তী জানিয়েছেন, ওলা কিংবা উবারের দ্বিগুণ ভাড়া হলেও তবে তা থাকবে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। সমাজের সব স্তরের মানুষ যাতে ফ্লাইং ট্যাক্সি ব্যবহার করতে পারে, সেদিকটা বিবেচনায় রেখে ভাড়া ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন। ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখা হবে, কার্গো ও দৈনিক আন্তনগর যাতায়াত। তবে বাণিজ্যিকভাবে চালু করার আগে এর ডিজাইন ও প্রোটোটাইপকে বিমান চলাচল নিয়ন্ত্রক ডিজিসিএর সঙ্গে সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
৯ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১২ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৫ ঘণ্টা আগে