প্রযুক্তি ডেস্ক
ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের আপত্তিকর ছবি মুছতে নতুন একটি টুল আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ বা এনসিএমইসি। এই টুল তৈরিতে প্রাথমিকভাবে অর্থায়ন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই টুল ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুরা নিজেরাই তাদের ছবি ও ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে পারবে। আবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ওই ধরনের ছবি বা ভিডিও সামনে এলে এই টুলের মাধ্যমে রিপোর্ট করতে বা মুছে ফেলতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটির নাম ‘টেক ইট ডাউন’। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, বিনামূল্যে ব্যবহারের সুবিধার জন্য এই টুল তৈরিতে প্রাথমিক অর্থায়ন করছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে থাকা অপ্রাপ্তবয়স্কদের নগ্ন, আংশিক নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও মুছে ফেলতে এবং পুনরায় শেয়ার করার অপশন বন্ধ করতে পারবেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এরই মধ্যে এই টুল প্রয়োগের জন্য ওনলিফ্যানস, পর্নহাব, মাইন্ডগিক ও ইউবুর সঙ্গে যৌথ চুক্তি করেছে।
এনসিএমইসির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল ডিলাউন বলেন, ‘আমরা এ টুল তৈরি করেছি কারণ, অনেক শিশু এ সকল কারণে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে। আমরা আশা করি, শিশুরা এই টুল সম্পর্কে সচেতন হবে। এ ছাড়া, তাদের মধ্যে একধরনের স্বস্তিতে থাকবে এই ভেবে যে, যেকোনো আপত্তিকর ছবি মুছে ফেলার জন্য এই টুল আছে। তাদের সাহায্য করতে এনসিএমইসি আছে।’
সম্প্রতি, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা জুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানিয়েছে, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।
ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের আপত্তিকর ছবি মুছতে নতুন একটি টুল আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ‘দ্য ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ বা এনসিএমইসি। এই টুল তৈরিতে প্রাথমিকভাবে অর্থায়ন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই টুল ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুরা নিজেরাই তাদের ছবি ও ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে পারবে। আবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ওই ধরনের ছবি বা ভিডিও সামনে এলে এই টুলের মাধ্যমে রিপোর্ট করতে বা মুছে ফেলতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটির নাম ‘টেক ইট ডাউন’। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, বিনামূল্যে ব্যবহারের সুবিধার জন্য এই টুল তৈরিতে প্রাথমিক অর্থায়ন করছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে থাকা অপ্রাপ্তবয়স্কদের নগ্ন, আংশিক নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও মুছে ফেলতে এবং পুনরায় শেয়ার করার অপশন বন্ধ করতে পারবেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এরই মধ্যে এই টুল প্রয়োগের জন্য ওনলিফ্যানস, পর্নহাব, মাইন্ডগিক ও ইউবুর সঙ্গে যৌথ চুক্তি করেছে।
এনসিএমইসির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল ডিলাউন বলেন, ‘আমরা এ টুল তৈরি করেছি কারণ, অনেক শিশু এ সকল কারণে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে। আমরা আশা করি, শিশুরা এই টুল সম্পর্কে সচেতন হবে। এ ছাড়া, তাদের মধ্যে একধরনের স্বস্তিতে থাকবে এই ভেবে যে, যেকোনো আপত্তিকর ছবি মুছে ফেলার জন্য এই টুল আছে। তাদের সাহায্য করতে এনসিএমইসি আছে।’
সম্প্রতি, মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, মাসিক নির্দিষ্ট একটি অঙ্কের অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের নামের পাশে ব্লু ব্যাজ চিহ্ন পাবেন ব্যবহারকারীরা।
এই সাবস্ক্রিপশনে ব্লু ব্যাজ পাওয়ার পাশাপাশি অ্যাকাউন্টের নিরাপত্তায় পাওয়া যাবে বাড়তি কিছু সুবিধা। যেসব অ্যাকাউন্ট ছদ্মবেশে অন্যের নামে ব্যবহার করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে এই সাবস্ক্রিপশন সেবার ফলে। নতুন এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামের পরিষেবা জুড়ে গ্রাহকের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
মেটা জানিয়েছে, ওয়েব সংস্করণে ব্লু ব্যাজের জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার ৯৯ সেন্ট। অপরদিকে, মোবাইল সংস্করণে খরচ করতে হবে মাসিক ১৪ ডলার ৯৯ সেন্ট। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এই সুবিধা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১০ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১২ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১৬ ঘণ্টা আগে