প্রযুক্তি ডেস্ক
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।
এদিকে, অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।
টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টেক্সট পোস্ট করার পাশাপাশি অনেকে ভিডিও পোস্ট করেন। সম্প্রতি সর্বোচ্চ ২ ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধাও চালু হয়েছে এই প্ল্যাটফর্মে। পোস্ট করা ভিডিও কতজন দেখেছেন, তা ব্যবহারকারীকে জানার সুযোগ দিতে কয়েক মাস আগে ‘ভিউ কাউন্ট’ সুবিধা চালু করে টুইটার। তবে এবার এই সুবিধা বন্ধের পথে হাঁটছে প্ল্যাটফর্মটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর দর্শকসংখ্যা না দেখানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে টুইটার কিছু না জানালেও প্ল্যাটফর্মটির ওয়েব সংস্করণ ও আইওএস অ্যাপে ভিডিওর দর্শকসংখ্যা দেখা যাচ্ছে না। তবে টুইটারের অ্যান্ড্রয়েড অ্যাপে এখনো এই সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। টুইটারে ভিডিওর দর্শকসংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ব্লু টিক সাবস্ক্রাইবাররা টুইটারে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাচ্ছেন। গত ১৮ মে নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা টুইটে এ ঘোষণা দেন প্ল্যাটফর্মটির মালিক ও সাবেক সিইও ইলন মাস্ক। তবে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী টুইটে ইলন মাস্ক লেখেন, ‘টুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রাইবাররা এখন থেকে দুই ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন (৮ জিবি)!’ আগে সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করা গেলেও এখন এই সীমা বেড়েছে। তবে শুধু ব্লু টিক সাবস্ক্রাইবাররাই পাচ্ছেন এই সুবিধা। আগে দীর্ঘ ভিডিও শুধু ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেত। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেও তা সম্ভব হবে।
এদিকে, অ্যাপে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করছে টুইটার। ফলে অ্যাপটিতে কোনো ভিডিও চালু করে নিউজফিড স্ক্রল করলে তা বন্ধ হয়ে যাবে না। ভিডিওটি স্ক্রিনের এক কোণে দেখা যাবে।
টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টুইটারে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করা হবে। এ সুবিধা চালু হলে টুইটারের নিউজ ফিড সহজেই স্ক্রল করার সময়ই স্ক্রিনের এক কোণে ভিডিও দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
৩ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
৩ ঘণ্টা আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৭ ঘণ্টা আগে