পাওনা আদায়ে টুইটারের বিরুদ্ধে সাবেক সিইওসহ তিন কর্মকর্তার মামলা

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১১: ৫১
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২: ০২

মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সিইও পরাগ আগরওয়ালসহ চাকরিচ্যুত হওয়া শীর্ষ তিন কর্মকর্তা। পাওনা পরিশোধের দাবিতে গত সোমবার (১০ এপ্রিল) এই মামলা করেন তাঁরা।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত বছর টুইটার অধিগ্রহণের পরপরই প্ল্যাটফর্মটির সিইও পরাগ আগরওয়ালসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেন মাস্ক। এই তালিকায় ছিলেন টুইটারের সাবেক প্রধান আইন কর্মকর্তা বিজয়া গাড্ডে ও সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল। পরে মাস্ক নিজেই প্রধান নির্বাহীর দায়িত্ব নেন।  

মামলার এজাহারে পরাগ, বিজয়া ও নেড দাবি করেছেন, টুইটার থেকে চাকরিচ্যুত হওয়ার পর তদন্ত এবং মামলা পরিচালনা বাবদ তাঁদের অনেক টাকা খরচ করতে হয়েছে। আইনত এই খরচ টুইটার কর্তৃপক্ষ বহন করতে বাধ্য হলেও তাঁদের তা দেওয়া হচ্ছে না। তাই পাওনা বাবদ ১০ লাখের বেশি ডলার আদায়ে মামলা করেন তাঁরা।

সম্প্রতি কর্মীদের কাছে টুইটারের শেয়ার বিক্রির প্রস্তাব দেন মাইক্রো ব্লগিং সাইটটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে এর জন্য তিনি টুইটারের দাম নির্ধারণ করেছেন মাত্র ২ হাজার কোটি ডলার। টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। গত ২৫ মার্চ কর্মীদের কাছে ই-মেইল পাঠিয়ে তিনি এই ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের নতুন এই মূল্যমান সবাইকে অবাক করেছে। মাত্র ছয় মাসেরও কম সময় আগে এর দ্বিগুণের বেশি দামে প্ল্যাটফর্মটি কিনেছিলেন মাস্ক। গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনেন মাস্ক। সেই তুলনায় টুইটারের এই নতুন মূল্যমান কেনা দামের অর্ধেকেরও কম। টুইটারের নতুন মূল্যমান মূল্য কমার দিকেই ইঙ্গিত করছে। এ বিষয়ে রয়টার্সের দেওয়া ই-মেইলের কোনো উত্তর দেননি মাস্ক।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত