অনলাইন ডেস্ক
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে