২৮ ডিসেম্বর ২০২৪
আগুন থেকে সতর্ক থাকুন
বসতবাড়ি বা অফিসে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্মের ব্যবস্থা রাখুন।
ভবনে আগুন নেভানোর যন্ত্র রাখুন।
উঁচু ভবন থেকে কীভাবে বের হবেন তার পূর্বপ্রস্তুতি নিন।
আগুন লাগলে পরিবারের সবাই কোথায় আশ্রয় নেবেন আগে থেকে ঠিক করে রাখুন।
ঘরে দাহ্য তরল রাখবেন না।
ঘরে তরল দাহ্য যেকোনো আগুনের উৎস থেকে দূরে রাখুন।
রান্না শেষে গ্যাস বা কাঠের চুলা জ্বালিয়ে রাখবেন না।
দেশলাই বা লাইটার শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঘুম ঘুম অবস্থায় ধূমপান করবেন না। বিড়ি বা সিগারেটের আগুন নিভিয়ে ফেলুন।
অগ্নিনির্বাপক অ্যালার্ম মাঝেমধ্যে রাতে বাজিয়ে দেখুন ঠিকমতো কাজ করছে কি না।
ভবনের ফায়ার প্যারেডে অংশ নিন।
নিকটবর্তী অগ্নিনির্বাপক অফিসের নম্বর সংগ্রহ করুন।