১১ ডিসেম্বর ২০২৪

বিবাহ–পরবর্তী ককটেল পার্টিতে গ্ল্যামারাস শোভিতা

বিয়ের পর থেকে সংবাদ শিরোনামে শোভিতা ধুলিপালা, বিশেষ করে আলোচনায় তাঁর বিয়ের পোশাক

দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এবং আধুনিক ফ্যাশন কিউটুর সংমিশ্রণ নজর কেড়েছে, ককটেল পার্টিতে যেন ঝলমলে শোভিতা

তামাটে রঙের শিমারি গাউনের সঙ্গে মিল রেখে একাধিক লেয়ারের সোনালি হার, কানের দুল, হাতে এমবেলিশড মিনি ক্লাচ

সেন্টার-পার্টেড মেসি আপডু স্টাইলে চুল, স্মোকি আই ও নুড লিপস্টিকে স্নিগ্ধ সাজ