৩০ ডিসেম্বর ২০২৪

শীতে সুস্থ থাকতে জরুরি ৫ ভিটামিন

ভিটামিন ডি: সর্দি ও ফ্লুর মতো সংক্রমণের ঝুঁকি কমায়।

ভিটামিন ই: ইমিউন কোষ সুরক্ষিত রাখে।

ভিটামিন সি: রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

ভিটামিন এ: দৃষ্টিশক্তি, শ্বাসযন্ত্র ও পাচনতন্ত্রের ত্বক ভালো রাখে।

ভিটামিন বি৬ ও বি১২: ইমিউন কোষ ও অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে।