২৯ অক্টোবর ২০২৪
রক্তচাপ মাপার সঠিক নিয়ম
এ সময় প্রস্রাবের চাপ থাকা যাবে না।
চেয়ারের পেছন দিকে হেলান দিয়ে ৫ মিনিট বসার পর রক্তচাপ মাপতে হবে।
রক্তচাপ মাপার সময় দুই পা মেঝেতে রেখে বসতে হবে।
হাত টেবিলের ওপর রাখতে হবে, যাতে বাহু বুক বরাবর থাকে।
এ সময় কথা বলা থেকে বিরত থাকতে হবে।