১২ ফেব্রুয়ারি ২০২৫

যেসব খাবার ফ্রিজে রাখবেন না

পেঁয়াজ ও রসুন: ফ্রিজে রাখলে দ্রুত অঙ্কুরিত হয় এবং ছত্রাকে আক্রান্ত হয়।

আদা: এর ওপর ছত্রাক জন্মে ওক্র্যাটক্সিন নামের বিষাক্ত যৌগ তৈরি করে।

টমেটো: স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায় এবং এর ত্বক নরম হয়ে যায়।

কলা: ফ্রিজে রাখলে এটি খাওয়ার অনুপযোগী হয়ে যায়।

রুটি: ফ্রিজে রাখলে রুটি শুকিয়ে যায় এবং স্বাদ কমে।

মধু: গুণ নষ্ট হয়, ক্রিস্টালাইজ হয়, মোম জমে যায় এবং রং বদলে যায়।